এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

State Haj Committee রাজ্য হজ কমিটি চেয়ারম্যান খলিলুর রহমান

Published on: August 3, 2024
State Haj Committee

State Haj Committee পশ্চিমবঙ্গের রাজ্য হজ কমিটি চেয়ারম্যান পদে ফের পুনর্বহাল হলেন জঙ্গীপুরের সাংসদ খলিলুর রহমান (Khalilur Rahaman)। সম্প্রতি নবান্ন থেকে রাজ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে এই খবর। পুনরায় চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পর খলিলুর রহমান জানান পশ্চিমবঙ্গের হজ যাত্রীদের (State Haj Committee) যে কোটা রয়েছে তা দীর্ঘদিন ধরেই পূরণ হচ্ছে না। আমি চেষ্টা করব সেই কোটা পূরণের জন্য । মুর্শিদাবাদ জেলা থেকেও যাতে হজ যাত্রীর সংখ্যা বাড়ান যায় তা নিয়েও চেষ্টা করবেন বলে জানান তিনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now