SSC আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন নিয়মে হতে চলেছে SSC-র লিখিত পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষার দুদিন আগেই বিজ্ঞপ্তি জারি করে দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন SSC। বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম-দশমে ২৩ হাজার ২১২ শূন্যপদ রয়েছে এবং একাদশ-দ্বাদশে ১২ হাজার ৫১৪ শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে মোট ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছে।
SSC এসএসসি সূত্রে খবর, এবার পরীক্ষায় অংশ নিতে চলেছেন প্রায় ৫ লক্ষ ৮৩ হাজার প্রার্থী। নতুন বিজ্ঞপ্তিতে ১৭ শতাংশ ওবিসি তালিকা OBC List ধরে শূন্যপদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। আগামী ৭ তারিখ SSC নবম-দশমের পরীক্ষা এবং ১৪ তারিখ হতে চলেছে একাদশ-দ্বাদশের পরীক্ষা।
SSC নবম-দশমে সবচেয়ে কম শূন্যপদ ভূগোলে, সবচেয়ে বেশি শূন্যপদ ভৌতবিজ্ঞানে।
SSC ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের Supreme Court নির্দেশ মেনে ‘দাগি’দের তালিকা Tainted List প্রকাশ করেছে এসএসসি। নতুন নিয়মে পরীক্ষা যে ‘যোগ্য’দের দিতে হবে সেটাও স্পষ্ট হয়ে যায়। সেই অনুযায়ী নিয়োগ পরীক্ষার পোর্টাল খোলা হয়। কিন্তু প্রথম দফার পর কিছু সমস্যা তৈরি হওয়ায় ফের দ্বিতীয় দফায় পোর্টাল খোলে SSC।
SSC ২০১৬ সালের এসএসসি পরীক্ষার নিয়ম ছিল স্নাতক পর্যায়ে অন্তত ৪৫ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে। পরবর্তী সময়ে সেই নিয়ম বদলে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর বাধ্যতামূলক করা হয়। এর ফলে অনেকেই নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারেননি। শেষ পর্যন্ত তাঁরা সুপ্রিম কোর্টে মামলা করলে আদালত নির্দেশ দেয়, পূর্বের নিয়মে তাঁদের পরীক্ষায় বসতে দিতে হবে। তারপরেই দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি। কিন্তু আবেদনকারীর সংখ্যা নিয়ে ধন্দ তৈরি হয়।
SSC পরীক্ষাকেন্দ্রে কী কী নেওয়া যাবে না?
SSC কমিশনের নির্দেশ অনুযায়ী, সঙ্গে রাখা যাবে না কোনও ধরনের ঘড়ি , ক্যালকুলেটর, লগ টেবিল। এছাড়াও মোবাইল ফোন , ইলেকট্রনিক গ্যাজেটের ওপরও জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা। এরকম কোনও একটা জিনিসও কারও কাছে পাওয়া গেলে পরীক্ষার সুযোগ সঙ্গে সঙ্গেই বাতিল করা হবে।
SSC কী সঙ্গে রাখা যাবে?
SSC স্বচ্ছ বোতলে পানীয় জল, নীল বা কালো কালির পেন, প্রভিশনাল অ্যাডমিট কার্ড যা কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। অবশ্যই সঙ্গে থাকতে হবে আসল পরিচয়পত্র যেমন- ভোটার কার্ড, আধার ইত্যাদি।
SSC পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে, শেষ হবে দুপুর ১টা ৩০ মিনিটে। কমিশনের নির্দেশ অনুযায়ী, কোনও সমস্যা এড়াতে পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।