এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

SSC Scam Protest ‘Justice’ চেয়ে বহরমপুরের পথে প্রতিবাদের গর্জন চাকরিহারাদের

Published on: April 19, 2025
SSC Scam Protest

SSC Scam Protest দেশের সর্বোচ্চ আদালতের রায়ে মুহূর্তের মধ্যে তারা হারিয়েছিলেন চাকরি। তারপরে সুপ্রিম কোর্ট ফের যে রায় দিয়েছে, তাতেও সন্তুষ্ট হচ্ছেন না  চাকরিহারা শিক্ষক–শিক্ষিকারা। তাঁরা পাল্টা প্রশ্ন তুলছেন, কেন যোগ্য শিক্ষক–শিক্ষিকারা চাকরি হারাবেন? নতুন করে পরীক্ষা দেওয়ার প্রশ্নই বা আসছে কোথা থেকে? সব মিলিয়ে জটিলতা আরও বেড়েছে। এই অবস্থায়  শহর বহরমপুরে ফের পথে নামলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। চাকরি ফেরানোর দাবীতে প্রতিবাদের গর্জন শুনল এ শহর।


SSC Scam Protest গর্জে উঠলেন চাকরিহারারা, স্লোগানে ‘We Want Justice’ । Justice চেয়ে পথে প্রতিবাদ হল শনিবার বিকেলে শহর বহরমপুরে। প্রথমে ওয়াইএমএ মাঠে জমায়েত। সই সংগ্রহ। তারপর সেখান থেকে মিছিল।  চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মিছিল হল  যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চর ব্যানারে । শহরের বিভিন্ন এলাকায় মিছিল স্লোগানে উঠে এল লড়াইয়ের ডাক। যোগ্যদের চাকরি ফেরতের দাবি নিয়ে সরব হলেন সকলেই। শিক্ষক শিক্ষিকাদের মিছিলে পা মেলালেন সমাজের সর্বস্তরের বহুজন। এভাবেই অস্তিত্ব বাঁচানোর তাগিদে প্রতিবাদের ঝড় উঠল শহরের রাজপথে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now