SSC Protest ফের গর্জে উঠলেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকারা। ফের বহরমপুরের রাজপথে প্রতিবাদের হুঙ্কার। সপ্তাহের প্রথম দিনেই ডি এম অফিস ও ডি আই অফিসে ডেপুটেশন এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচী যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ ২০১৬, মুর্শিদাবাদের। একগুচ্ছ দাবিতে বহরমপুরের পথে গর্জে উঠলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। ছাতা মাথায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এদিন টেক্সস্টাইল কলেজ মোড় থেকে মিছিল করে ডিআই অফিসে যান। সেখানে অবস্থান বিক্ষোভ হয়। এদিন এই মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য নেতৃত্ব চিন্ময় মন্ডল ও মেহবুব মন্ডল।
SSC Protest ডিআই অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে সুর চড়ান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। থাকে কড়া পুলিশি প্রহরা। বেশ কিছুক্ষন ধরে চলে অবস্থান, বিক্ষোভ। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিবাদী মুখ চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, ‘ প্রতিটা ডি আই অফিসেই অভিযান করছি। অভিযানের একটাই উদ্দ্যেশ্য যে দাবীগুলো রাজ্য সরকারের কাছে , কমিশনের কাছে রাখা হয়েছে সেগুলো যেন যথাযথভাবে পূরণ করা হয়। Untainted লিস্ট যেন সার্টিফাই করে অবিলম্বে প্রকাশ করা হয়। OMR শিট প্রকাশ করা হয়। রিপ্যানেলের দাবীটা সুপ্রিম কোর্টে রাখুক। একটা পরীক্ষা নিয়ে সবকিছুকে ধামা চাপা দেওয়ার যে প্রচেষ্টা রাজ্য সরকার করছে এটার বিরুদ্ধে আন্দোলন। যোগ্য হয়েও তাদের দোষের দায়টা নিজেদের কাঁধে কেন নেব? পুনঃবহাল হতে চায়।