SSC Protest যোগ্য অযোগ্য লিস্টের দাবি। বহরমপুরে তালা ঝুলিয়ে চাকরি ফেরত চাইলেন শিক্ষকরা

Published By: Imagine Desk | Published On:

যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে। সামনে আনতে হবে মিরর ইমেজ। যোগ্য অযোগ্য এক করা যাবে না। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ফিরিয়ে দিতে হবে চাকরি। এই সব দাবি নিয়ে  বহরমপুরে ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। বুধবার জেলা শিক্ষা ভবনের মুল গেটে তালা ঝুলিয়ে শিক্ষা দপ্তরের বাইরে অবস্থানে সামিল হন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ওএমআর এর মিরর  ইমেজ প্রকাশ ও যোগ্যদের চাকরিতে নিঃশর্তে বহাল রাখার দাবি জানান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। হাতে প্ল্যাকার্ড  নিয়ে শিক্ষা ভবনের মূল গেটের সামনে বসে চলে বিক্ষোভ।

সুপ্রিম কোর্টের রায়ে এক লহমায় চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর। গত সোমবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। যদিও তাঁরপরই জেলায় জেলায় আন্দোলনে নেমেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।  এদিন মুর্শিদাবাদের পাশাপাশি বিভিন্ন জেলায় ডিআই অফিসে বিক্ষোভ কর্মসূচীতে সামিল হন চাকরিহারা শিক্ষকরা। আন্দোলনকারীরা জানান, ভলান্টিয়ার হিসেবে নয়। পূর্ণমর্যাদায় স্থায়ী শিক্ষক শিক্ষিকা হিসেবেই স্কুলে যেতে চান তারা। শিক্ষক শিক্ষিকারা নিশানা করেছেন,  এসএসসিকেও। া