SSC Exam 2025 রবিবার, ৭ সেপ্টেম্বর প্রথম দফার পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ২০১৬ -র পর ২০২৫, শিক্ষক নিয়োগের জন্য রাত পোহালেই WBSSC -র নবম- দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। সুপ্রিম রায়ে ২৬ হাজির শিক্ষকের চাকরি বাতিলের পর পরীক্ষা ঘিরে চাপা উত্তেজনা। মুর্শিদাবাদ জেলার ছবিটা কী? কত পরীক্ষার্থী? পরীক্ষা কেন্দ্রের সংখ্যাই বা কত?
SSC Exam 2025 মুর্শিদাবাদ জেলার মোট ৫৮ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে। প্রায় ২৫ হাজারের বেশী পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।
SSC Exam 2025 পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে বাড়তি ট্রাফিক পুলিশ মোতায়েন করা হচ্ছে। জেলা পরিবহন দপ্তরকে জেলা প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গেছে। রবিবার সকালে রাস্তায় সরকারি বাস, সরকারি গাড়ি বেশী সংখ্যায় চালানোর নির্দেশ। এছাড়াও সুষ্ঠভাবে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে প্রধান শিক্ষক ছাড়াও দুজন করে অফিসার নিয়োগ করা হয়েছে।
SSC Exam 2025 দুপুর ১২ টা থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী কোন সমস্যা এড়াতে পরীক্ষার্থীদের সকাল ১০ টার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক হলেন ভেনু ইনচার্জ। জয়েন্ট বিডিও, এসআই, ডিআইরা ভেনু সুপারভাইসার হিসেবে কাজ করবেন। এছাড়াও প্রতিটি কেন্দ্রে একজন করে WBCS অফিসার দায়িত্বে থাকবেন। প্রতিটি মহকুমায় এসডিওরা ‘ বিএনএসএস ১৬৩ ধারা‘ জারি করবেন। এছাড়াও, পরীক্ষা কেন্দ্রে থাকবে মেডিক্যাল টিম। বিদ্যুৎ পরিষেবা সচল রাখার ক্ষেত্রেও বিশেষ নজর। পরীক্ষা কেন্দ্রের ৫০০ মিটারের মধ্যে কোন মাইক বাজবে না, জেরক্সের দোকান না খোলার নির্দেশ।