Srishtishree Mela স্বনির্ভরতার লক্ষ্যে ই-কমার্সে জোর! সৃষ্টিশ্রী মেলার সূচনায় নতুন ভাবনায় মুর্শিদাবাদ জেলা প্রশাসন

Published By: Imagine Desk | Published On:

Srishtishree Mela পাট থেকে শোলা, শাঁখের কাজ থেকে সিল্কের কাজ- প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী থেকে ঘর সাজানোর বহু সামগ্রী নিয়েই শুক্রবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে শুরু হল মুর্শিদাবাদ জেলা সৃষ্টিশ্রী মেলা। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দধারা বিভাগের ব্যবস্থাপনায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে এই মেলার আয়োজন। সাত দিন ধরে চলবে এই মেলা। মেলায় থাকছে স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত পণ্যের প্রদর্শন। সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তাব্যক্তি, জন প্রতিনিধিরা। শুধু মেলা নয় স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কীভাবে ই কমার্সের মাধ্যমে বিপণনের সুযোগ করে দেওয়া যাবে সারা বছর, যা নিয়ে নতুন ভাবনা জেলা প্রশাসনের।

Srishtishree Mela স্বনির্ভর গোষ্ঠীর উদ্দ্যেশ্য কী বললেন জেলা শাসক?

Srishtishree Mela নতুন উদ্যোগের কথা জানান মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র। তিনি বলেন, ” মেলার কারণ মানুষকে বিপণনের সুযোগ করে দেওয়া। কিন্তু মেলা সারা বছর থাকে না। এখন গোটা দুনিয়া ডিজিট্যাল কমার্সে চলে গেছে। সবাই অনলাইনে কেনাবেচা পছন্দ করছে। এই জেলাও খুব শীঘ্রই ওপেন নেটওয়ার্ক ফর ডিজিট্যাল কমার্সে ONDC মুভ করবে। স্বনির্ভর দলগুলির কাজ হবে তাদের প্রোডাক্টের মান উন্নয়ন করা, বিক্রয়যোগ্য হলে বিক্রি হবেই কেউ আটকাতে পারবে না।” তিনি আরও বলেন, ” ক্রেতা এবং বিক্রেতার যোগাযোগ ONDC এবং পোস্ট অফিসের মাধ্যমে হবে। আপনারা আপনাদের জিনিস মানোন্নয়ন করে এমন জায়গায় নিয়ে যান যাতে মানুষ কিনতে লোভিত হন! আপনাদের কাছে অর্ডার পৌঁছবে। সেই অর্ডার পোস্ট অফিসে পৌঁছে দিতে হবে। টাকা আগেই যাবে।  সচেতন ব্যবসায়ীর মতো কাজ করতে হবে। টাকা পেয়ে গেলে সঙ্গে সঙ্গে সামগ্রী যাতে ভেঙে না যায় এমন অবস্থায় প্যাকিং করে পোস্ট অফিসে পৌঁছে দেওয়া এবং পোস্ট অফিস থেকে সেটা ক্রেতার কাছে পৌঁছে যাবে। এই ব্যবস্থা দু তিন মাসের মধ্যে হয়ে যাবে।”

Srishtishree Mela  DRDC প্রজেক্ট ডিরেক্টর জানান-

Srishtishree Mela মেলা প্রসঙ্গে ডিসট্রিক্ট রুরাল ডেভলপমেন্ট DRDC প্রজেক্ট ডিরেক্টর ডঃ সুকান্ত সাহা বলেন, ” লক্ষ্য একটাই যে সমস্ত উৎপাদিত সামগ্রী স্বনির্ভর দলের মহিলারা নিয়ে এসেছেন তারা যেন বেশী করে বিক্রি করতে পারে, নতুন অর্ডার নিয়ে যেতে পারে যাতে মেলার পরেও আগামী তিন মাস ধরে সামগ্রী বানিয়ে পাইকারদের সরবরাহ করতে পারে”।

Srishtishree Mela সৃষ্টিশ্রী মেলায় রয়েছে প্রায় ১৪০ টি স্টল। স্টলগুলিতে রয়েছে মুর্শিদাবাদ জেলার স্বনির্ভর দলের মহিলাদের উৎপাদিত সমস্ত ধরনের সামগ্রী। স্বনির্ভর দলের ২৮০ জন মহিলা বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে এসেছেন সৃষ্টিশ্রী মেলায়। স্ব নির্ভর দলের পাশাপাশি মেলায় স্টল রয়েছে খাদি শিল্পীদেরও। এছাড়াও উৎকর্ষ বাংলায় প্রশিক্ষনপ্রাপ্ত শিল্পীদের স্টলও রয়েছে মেলায়।