SET পরীক্ষায় দুই পরিক্ষার্থীকে বিশেষ সুবিধা, কাঠগড়ায় ফরাক্কা কলেজ

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, ফারাক্কাঃ কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষার দিন দুই পরীক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়া নিয়ে বিতর্ক বাঁধল মুর্শিদাবাদে। রবিবার ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজে সেট পরীক্ষা চলছিল। অভিযোগ সেই পরীক্ষায় দু’জন পরীক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছিল। পরীক্ষা চলাকালীন ঘটনাটি ফেসবুক লাইভ করে প্রকাশ্যে নিয়ে এসেছেন কলেজেরই এক শিক্ষক।সৃজয় মন্ডল নামে ওই শিক্ষকের  অভিযোগ,  বিশেষ দুই পরীক্ষার্থীর জন্য একটি আলাদা ঘরে বিশেষ ব্যবস্থা করা হয় এবং তারা মোবাইল সহ অন্যান্য সামগ্রী নিয়ে পরীক্ষা দিচ্ছিলেন। এতে নাকি মদতও ছিল কলেজ কতৃপক্ষের, অভিযোগ সৃজয়ের।  কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ  শিবাশীষ ব্যানার্জির দিকেই তাঁর অভিযোগের তীর। যদিও বিষয়টি অস্বীকার করেছেন অধ্যক্ষ।

ফরাক্কা নুরুল হাসান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  ডঃ  শিবাশীষ ব্যানার্জির দাবি,  ওই দুই পরীক্ষার্থী অসুস্থ ছিলেন  বলে তাঁদের আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। নিয়ম ভেঙেছেন অভিযোগকারী শিক্ষকই।  অভিযোগকারী শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ  করা হয়েছে। কলেজ পরিচালন সমিতির সভাপতি সৌমেন পান্ডে  বিষয়টি দুর্ভাগ্যজনক ও তদন্ত সাপক্ষ বলে মন্তব্য করেছেন।