SP Murshidabad রাজ্য পুলিশে ফের বদল। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার হলেন ধৃতিমান সরকার DHRITIMAN SARKAR । মুর্শিদাবাদের পুলিশ সুপার ছিলেন কুমার সানি রাজ । SS IB পদে পাঠানো হচ্ছে কুমার সানি রাজকে। মুর্শিদাবাদ পুলিশ জেলার SP হচ্ছেন ধৃতিমান সরকার । SS, IB, ওয়েস্ট বেঙ্গল ছিলেন ধৃতিমান সরকার। ২০১৪ ব্যাচের IPS তিনি। প্রশ্ন উঠছে, বেল্ডাঙ্গা কান্ডের জেরেই কি মুর্শিদাবাদ পুলিশ জেলায় SP বদল ?
SP Murshidabad আইবি-র সিনিয়র সুপারিনটেনডেন্ট ছিলেন ধৃতিমান সরকার
২০২৫ সালের নভেম্বরে আইবি-র সিনিয়র সুপারিনটেনডেন্ট হন ধৃতিমান সরকার। তার আগে ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। এবার মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার করে পাঠানো হচ্ছে তাঁকে।










