Sonarundi Rajbari সোনারুন্দি রাজবাড়ির বিশাল বিশাল সব মাছের একি পরিণতি ! দেখে শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। মুর্শিদাবাদের ঐতিহাসিক সোনারুন্দি রাজবাড়ির ( Banwaribad raaj bari ) পুকুর পর্যটকদের কাছে বরাবরেরই আকর্ষণ । বিশাল বিশাল মাছের জন্য বিখ্যাত এই পুকুর । মাছ দেখতে আসেন পর্যটকরা । কিন্তু , কী হয়ে গেল সেই সব মাছেদের ? মঙ্গলবার থেকেই, পুকুরে ভেসে উঠল বিশাল বিশাল মাছের মরদেহ।
আরও পড়ুনঃ বিশ্ব ঐতিহ্য সপ্তাহে লালগোলা রাজবাড়ি পরিদর্শনে ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র
Sonarundi Rajbari কীভাবে এই পরিণতি ?
বুধবার সকালে ভেসে ওঠে কুড়ি থেকে তিরিশ কেজি ওজনের রুই, কাতলার দেহও । সোনারুন্দি রাজবাড়ির ম্যানেজার ধনঞ্জয় চট্টরাজ জানিয়েছেন, মঙ্গলবার বিকেল থেকে মাছ ভেসে উঠতে শুরু করে পুকুরে। মৎসজীবিদের পরামর্শ মতো এদিন সকালে ওষুধ দেওয়া হয়। তবে তার আগেও বহু মাছের মৃত্যু ঘটেছে। বুধবার সকালে আরও মাছের দেহ ভেসে ওঠে।
কীভাবে এত মাছের মৃত্যু হল ? ভরতপুর ২ ব্লকের ফিশারি এক্সটেনশন অফিসার মুজাহিদ আলির দাবি, প্রাথমিক অনুমান, পুকুরে অক্সিজেনের ঘাটতির জন্যই এই ঘটনা। বাকিটা আরও পরীক্ষার পর জানা যাবে। ঐতিহাসিক এই পুকুরে মাছ দেখতে এসে হতাশ পর্যটকরাও। রাজবাড়ির দায়িত্ব প্রাপ্তরা জানাচ্ছেন, এই ধরণের ঘটনা আগে ঘটেনি। কীভাবে ঘটল ? চিন্তত তারাও। ঘটনায় প্রশ্ন উঠছে সোনারুন্দির ঐতিহাসিক পুকুরে মাছেদের যত্ন নিয়েও।















