এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Sonar Bangla বহরমপুরে প্রচারে যোগী। তুললেন সোনার বাংলার স্লোগান

Published on: April 30, 2024
Sonar Bangla

Sonar Bangla শক্তিপুরে ভোট প্রচারে এসে ‘সোনার বাংলা’ গড়ার ডাক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গলায়।
মঙ্গলবার বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে আসেন উত্তর প্রদেশের Uttar Pradesh  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ Yogi Adityanath। বহরমপুরের বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহার সমর্থনে শক্তিপুরে সভা করেন যোগী। সেই সভা থেকেই যোগী বলেছেন, সোনার বাংলা গড়তে ভোট দিতে হবে বিজেপিকে।

এদিন যোগী বলেছেন, “যে বাংলা ভারতের সভ্যতা, সংস্কৃতিকে নতুন দিশা দিতো। যে বাংলা ভারতের সংস্কারকে এগিয়ে নিয়ে যেতো । যে রাজ্য ভারতকে নবজাগরণের মার্গ দেখিয়েছিল। সেই বাংলা রক্তাক্ত কেন ? দিশাহীন কেন ?”।

তিনি বলেছেন, “আজকের বাংলা সোনার বাংলা নেই”। এই জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন যোগী। তৃণমূলের পাশাপাশি কংগ্রেসকেও নিশানা করেছেন যোগী আদিত্যনাথ । যোগী আদিত্যনাথ বলেছেন, “বাংলার মানুষ  বুনিয়াদি সুবিধা পাচ্ছেন  না। ৭ বছর আগে উত্তর প্রদেশের এই অবস্থা ছিল। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব, মার্গ দর্শন উত্তরপ্রদেশ  পাচ্ছে। রাজ্যে মোদী যোজনা পাঠালে তৃণমূল কার্যকর হতে দেয় না”। তিনি বলেছেন, “সোনার বাংলা চাইলে মোদীর নেতৃত্বে জনতা পার্টির সরকার নিয়ে আসুন।বিজেপি সুরক্ষার আশ্বাস দেয়। বিজেপি সম্প্রীতির আশ্বাস দেয়”।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now