এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Smart Phone Film Berhampore: মোবাইলে করবেন সিনেমা?

Published on: November 4, 2025
Smart Phone Film Berhampore

                                এসআইআর আবহে আজ ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ

নিজস্ব প্রতিবেদনঃ ‘সিনেমার সিনেমা দরকার নেই। সিনেমার জীবন দরকার’। এটাই আমি শিখেছি। জানিয়েছিলেন কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক। উন্নত মানের ক্যামেরা দিয়ে পূর্ণ দীর্ঘের সিনেমার শুটিং হয়ে এসেছে। তাঁর জন্যে ক্রু সদস্য লোক, লস্কর প্রয়োজন হয়েছে। সেই বিপুল আয়োজন, খরচে দাঁড়ি? এবার কি বাড়িতে ব্যবহার করা মোবাইলই বিকল্প হতে চলেছে? জীবনকে জানার জন্যে, জীবনের বিভিন্ন মুহুর্তকে ফ্রেম বন্দি করতে যা অব্যর্থ। ইতিমধ্যে পকেটের মধ্যে থাকা একটি ছোট মোবাইল থেকে তৈরি হচ্ছে পূর্ণ দীর্ঘের সিনেমা। সেই সিনেমা আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কারও পেয়েছে। শুধু বড় শহরের কেন্দ্রে নয়, জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে সেই ভাবনা। বহরমপুর ফিল্ম সোসাইটি ‘স্মার্ট ফোন ফিল্ম মেকিং’ নিয়ে সিনেমার কর্মশালা আয়োজন করছে। জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক ওই কর্মশালায় শেখাবেন।

আরও পড়ুনঃ SIR News 2025 আজ থেকে বাড়ি বাড়ি বিএলওরা, কী করবেন ?

Smart Phone Film Berhampore ঋত্বিক ঘটকের (জন্ম-১৯২৫ সালের ৪ নভেম্বর) নামাঙ্কিত বহরমপুরের ঋত্বিক সদনে তার পোস্টার পড়েছে। ঘটনাচক্রে আজ, মঙ্গলবার, ৪ নভেম্বর (২০২৫) এসআইআর আবহে ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ। তাঁর সিনেমায় বারবার দেশভাগের যন্ত্রণা, সমাজ উঠে এসেছে। সিনেমায় তিনি ‘জীবন’ খুঁজে গিয়েছেন।

তথ্য অনুযায়ী, বিশ্বে মোবাইলে সিনেমা তৈরি বাড়ছে। যে কারণে মনের কোণে সুপ্ত হয়ে থাকা পরিচালক হওয়ার বাসনার দিগন্ত খুলে গিয়েছে। কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় সিনেমা তৈরির ক্ষেত্রে জীবনকে ‘পর্যবেক্ষণ’ করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা বলতেন। মোবাইল এর চেয়ে আর জীবনকে কে ভালো পর্যবেক্ষণ করতে পারে? বিশেষ করে এই এআই-এর যুগে, মোবাইল ঘটাতে পারে বিপ্লব।

Smart Phone Film Berhampore
Smart Phone Film Berhampore তথ্য অনুযায়ী, সাল ২০১১। অলিভ (Olive) প্রথম সিনেমা, যা ভাবিয়েছিল বিশ্বকে। যা আন্তর্জাতিক ক্ষেত্রে নিউ মিডিয়া ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারের জন্যে মনোনয়ন পায়। তার আগে সারচিং ফর সুগার ম্যান (Searching for Sugar Man) ডকুমেন্টারি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্যে মনোনয়ন পেয়েছিল। যদিও সমগ্র অংশ মোবাইলে শুট হয়নি। পরিচালক একটি আইফোন ও ৮ এমএম ভিন্টেজ ক্যামেরা অ্যাপ ব্যবহার করেছিলেন। ২০১৩ সালে অ্যাকাডেমি পুরস্কার, সেরা ডকুমেন্টারি ফিচার পুরস্কার মিলেছিল। পরিচালক মালিক বেন্ডজেলাওল আইফোনে সিনেমাটির অনেকটা অংশ শুট করেছিলেন।

Smart Phone Film Berhampore ২০১৯ সালের তামিল সিনেমা আদাদি (Adadae)। আইফোন ৫ এ সিনেমাটি শুট করেছিলেন পরিচালক কামাল সারো মুনি। মোবাইলে শর্ট ফিল্ম তো অগুন্তি। এমনকী বলিউডের খ্যাতনামা পরিচালক বিশাল ভরদ্বাজ ২০২৩ সালে ফুরসত শর্ট ফিল্ম নির্মাণ করেছেন। তবে তথ্য অনুযায়ী আজ থেকে ১৭ বছর আগে ২০০৮ সালে মালয়ালাম তথ্যচিত্র বীণাবাদনম (Veenavaadanam) (২০০৮) মোবাইলে শুট হয়েছিল, যা বিভিন্ন পুরস্কার পেয়েছিল। পরিচালক ছিলেন সতীশ কালাঠিল (Sathish Kalathil)। নোকিয়া এন৭০ মিউজিক এডিশন ফোনে ওই সিনেমা শ্যুট করা হয়।

Ritwik Ghatak Berhampore কেন এই উদ্যোগ? কবে থেকে মুর্শিদাবাদ জেলায় শুরু হতে চলেছে ওই কর্মশালা?
বহরমপুর ফিল্ম সোসাইটির এগজিকিউটিভ কমিটির সদস্য ঋত্বিক আমির সোমবার বলেন, ১৫-২০ হাজার টাকার দামের মোবাইলে এখন খুব ভালো ফিচার থাকে। সেগুলিতে থেকে থাকে চলার মতো গুনমান চলে আসবে। যদি আমরা দেখি মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। পরবর্তী ক্ষেত্রে এটা আমরা আরও বড় করে করবো। এখন ৩ দিনের কর্মশালা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে ৭ দিনের বা ১৫ দিনের কোর্স করবো। আগামী ডিসেম্বরের ১৫ তারিখের পরে হতে চলেছে। জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক অতনু ঘোষ প্রশিক্ষণ দেবেন।

উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের সঙ্গে বহরমপুরের নাড়ির যোগ। তিনি কৃষ্ণনাথ কলেজে (বর্তমানে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়) পঠন পাঠন ও করেছেন। দেশভাগের যন্ত্রণা ভুলতে পারেননি। যা তাঁর সিনেমায় বারবার ফুটে উঠেছে। এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে অনেকে পুরনো নথি দেখাতে না পারলে কী হবে ভেবে উদ্বেগে। এসআইআর আবহে আজ বিভিন্ন জায়গায় পালিত হবে ঋত্বিকের জন্ম শতবর্ষ। ওপার বাংলায় জন্মালেও তাঁর কর্ম জীবন এখানেই। ভারতের সর্বকালের সেরা তিন পরিচালক হিসেবে সত্যজিৎ রায়, মৃণাল সেনের সঙ্গে তাঁর নামও উচ্চারিত হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now