এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

SIR Upadte পশ্চিমবঙ্গে SIR চালু। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ফর্ম

Published on: October 27, 2025
SIR Upadte

SIR Upadte পশ্চিমবঙ্গে SIR চালু। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ফর্ম দেওয়া হবে। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার  পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) Special Intensive Revision -এর ঘোষণা করে নির্বাচন কমিশন।  দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক থেকে  কমিশন  ১২ রাজ্এযে সআইআরের প্রথম ধাপ ঘোষণা করে। ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে। তার আগে এই ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার  জ্ঞানেশ  কুমার ।

SIR Upadte নির্বাচন  কমিশন জানিয়েছে, মঙ্গলবার থেকেই এনুমেরেশন ফর্ম  ছাপার কাজ  শুরু হবে।

আরও পড়ুনঃ 2002 Voter List ২০০২ সালের মুর্শিদাবাদের ভোটার লিস্ট দেখবেন কীভাবে ?

সরকারি ভাবে  বিএলওদের প্রশিক্ষণের কাজ  চলবে ৩ নভেম্বর পর্যন্ত। ৪ নভেম্বর থেকে প্রত্যেক   বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে ।  ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়িতে ফর্ম দেওয়া হবে ।

SIR Upadte কমিশন জানিয়েছেন, ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে।

এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে সেটা  ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যেকমিশনকে  জানাতে হবে।  দেখার কাজ চলবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অভিযোগ শোনার প্রক্রিয়া চলবে । বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now