এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

SIR Training : মুর্শিদাবাদে SIR এর ট্রেনিং নিয়েও তৃণমূল বনাম তৃণমূল !

Published on: November 3, 2025
SIR Training

SIR Training : মুর্শিদাবাদে SIR এর ট্রেনিং নিয়েও তৃণমূল বনাম তৃণমূল । নওদায় তৃণমূলের বিএলএ ২-দের প্রশিক্ষণ নিয়ে প্রকাশ্যে কোন্দল। সোমবার নওদার একটি বেসরকারি কলেজে নওদা ব্লক তৃণমূলের পক্ষ থেকে বিএলএ  ২ দের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেখানে ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান শেখ সহ দলীয় নেতৃত্ব ও ২৫৫ জন বিএলএ  উপস্থিত ছিলেন। যদিও বৈঠকে দেখা যায়নি নওদার বিধায়ক সাহিনা মমতাজ খানকে।

আরও পড়ুনঃ Murshidabad TMC ৩ ঘন্টার ম্যারাথন বৈঠকে নওদার বিদ্রোহ ধামাচাপা নাকি পথবদল ?

SIR Training কী দাবি ব্লক সভাপতির ?

এনিয়ে ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান সেখের  দাবি , বিধায়ককে আমন্ত্রন করা হয়েছিল। কটাক্ষের সুরেই  তিনি বলেছেন, ” আমরা তাঁকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি কেন নেই, তাঁর জবাব তিনিই দেবেন। আমরা তাঁর আস্থা হয়তো অর্জন করতে পারিনি। আমরা আশাহত”। এরপর অভিযোগ এনেছেন, ৫ বছর মানুষের থেকে দূরে থেকেছেন বিধায়িকা।

SIR Training কী বলছেন বিধায়ক ?

যদিও এনিয়ে নওদার বিধায়ক সাহিনা মমতাজ খান জানান,  ফোনে জানান, আগামী কাল এসআইআর নিয়ে মিটিং আছে তাঁর। তিনি ব্লক সভাপতির বিরুদ্ধে বলেছেন, ” ওঁরা আমার সঙ্গে কথা বলে না। যোগাযোগ রাখে না। ওঁ (ব্লক সভাপতি)  আমাকে নিয়ে চলে না। নিজেকে বড় মনে করে”।  দীর্ঘ সময় ধরেই  নওদার বিধায়কের সাথে তৃণমূল ব্লক সভাপতির দ্বন্দ্ব চলছেন। এসআরএস নিয়ে বিএলএ ২ দের প্রশিক্ষণ শিবির নিয়েও এই দ্বন্দ্ব ফের প্রকাশ্যে আশায় অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। নওদা থেকে মামিনুল ইসলামের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now