SIR News তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় যখন এসআইআর নিয়ে সরাসরি নির্বাচন কমিশন আর বিজেপির দিকে নিশানা সেধেছেন সেই সময় কার্যত ভিন্নসুর হুমায়ুন কবিরের গলায়। বুধবার অভিষেক বলেন, “ অমিত শাহ-জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ২০০২ সালের ভোটার লিস্টে, দেখাতে পারবেন? যাঁরা কমিশনের কর্মী, তাঁদের সকলের বাবা, ঠাকুরদার নাম আছে ২০০২ সালের ভোটার লিস্টে?”।
SIR News আরও পড়ুনঃ Murshidabad SIR “প্রেজেন্ট ভোটার” বাদ গেলে ! অফিসারদের হুঁশিয়ারি হুমায়ুনের
SIR News কী দাবী হুমায়ুনের ?
SIR News অন্যদিকে হুমায়ুন কবির যেন এসআইআর নিয়ে অনেক বেশী নমনীয়। বুধবার হুমায়ুন কবির বলেছেন, “অত আতঙ্কের কিছু নেই। মুর্শিদাবাদ জেলায় এসআইআর চালু হয়েছে। ইলেকশন কমিশনের ওটা করতে পারে । কাজেই ১২টা রাজ্যে হচ্ছে আমাদের আপত্তির কী আছে। এসআইআর করুক আমাদের আপত্তির কী আছে” । এরপরে যদিও হুঁশিয়ারি দিয়েছেন, “ যাদের নাম ডবল আছে তাদের নাম বাদ যাবে ও নিয়ে আমাদের কোন বক্তব্য নেই। তবে যদি প্রেজেন্ট কোন ভোটার বাদ যায় তাহলে বিএলও বা এআরও ছাড় পাবে না”।
SIR News অনেক ঝাঁঝালো অভিষেক ?
SIR News যদিও বুধবার অনেক বেশি ঝাঁঝালো বক্তব্য রেখেছেন অভিষেক বন্দোপাধ্যায়। বুধবার অভিষেক বলেছেন ‘আপনারা ভয় পাবেন না। বাংলায় মমতা ব্যানার্জির সরকার থাকতে, আমরা থাকতে, এত সহজ নয়, বছরের পর বছর যাঁরা বাংলায় রয়েছেন, তাঁদের বাংলাদেশি বলে বাংলায় পাঠিয়ে দেওয়া হবে। আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। প্রতি পরিবার, যাঁরা আমার কথা শুনছেন, যাঁরা কলোনি এলাকায় থাকেন, তাঁরা নির্ভয়ে, নিশ্চিন্তে থাকুন। কোনও এসআইআর, এনআরসি করে যদি বাংলার একজন মানুষকেও যদি ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব।’ লাগাতার হুমায়ুনের নিশানায় মুর্শিদাবাদ জেলার দলের নেতারা। বাদ যাচ্ছেন না শৃঙ্খলা রক্ষা কমিটিও। হুমায়ুনের অন্য সুর কি অন্য রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলেও।









