SIR News 2025 আজ থেকেই বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। দেবেন এনুমারেশন ফর্ম। এমনটাই নির্দেশ রয়েছে বিএলওদের কাছে। বিএলওদের সঙ্গে থাকতে পারেন রাজনৈতিক দলের বিএলএরা। নির্বাচন কমিশনের নির্দেশে বুথ লেভেল অফিসারেরা ( BLO) এক মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন। এরপর ভোটারদের বাড়ি থেকে সেই ফর্ম সংগ্রহও করবেন তাঁরা।
আরও পড়ুনঃ 2002 Voter List ২০০২ সালের মুর্শিদাবাদের ভোটার লিস্ট দেখবেন কীভাবে ?
SIR News 2025 কবে অবধি বিএলও ফর্ম দেবেন ?
আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সমীক্ষা ও ফর্ম পূরণের কাজ। এর ভিত্তিতে আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। সেই তালিকা নিয়ে অভিযোগ জানানো যাবে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। পরে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি চলবে আপত্তি ও অভিযোগ খতিয়ে দেখা। সব শেষে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপরই রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হবে।
SIR News 2025 কী করবে বিএলএরা ?
বিএলওদের পাশে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা (বিএলএ)। দলগুলির তরফে তাঁদের আলাদা করে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। শাসকদল তৃণমূল এই বিষয়ে বিশেষ সতর্ক। দলের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই বিএলএদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিয়েছেন, এসআইআর পর্যবেক্ষণে যেন কোনও ফাঁক না থাকে।
গত কয়েক দিন ধরে বিএলওদের প্রশিক্ষণ চললেও নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্বেগ ছিল। কেন্দ্রীয় বাহিনী চেয়ে দাবি জানালেও কমিশন তা নাকচ করেছে। রাজ্যের পক্ষেই আইনশৃঙ্খলা সামলানোর দায়িত্ব রেখে আজ থেকে শুরু হল বাড়ি বাড়ি ফর্ম বিলির কাজ।
২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মিল থাকলে শুধু ফর্ম পূরণ করলেই হবে। আলাদা নথি লাগবে না। তবে তথ্য-যোগসূত্র না মিললে নাগরিকদের পরিচয়পত্র যাচাই করা হবে। পুরো রাজ্যে মোট প্রায় ৭ কোটি ৬৬ লক্ষের বেশি ভোটার। সবার কাছেই পৌঁছবে এনুমারেশন ফর্ম। কমিশনের হিসাবে, রাজ্যে নথিভুক্ত হয়েছে ৪১ হাজার ৮০০-র বেশি বুথ লেভেল এজেন্ট।















