এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

SIR MURSHIDABAD সামশেরগঞ্জে ব্লক অফিসে বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ তৃণমূলের

Published on: December 30, 2025

SIR MURSHIDABAD  বিএলএ ২ দের এসআইআর এর হেয়ারিং এ থাকতে দিতে হবে এই দাবিতে সামশেরগঞ্জ ব্লক অফিসে বিক্ষোভ তৃণমূলের। বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার ব্লক অফিসে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা কর্মীরা।

কেন বিক্ষোভ তৃণমূলের ? 

SIR MURSHIDABAD  বিধায়ক অভিযোগ করেন নির্বাচন কমিশনার পরিকল্পনা বিহীন ভাবে বিজেপির কথায় এসআইআর করছে। সেখানে হেয়ারিং এর নামে বয়স্ক ও অসুস্থ ভোটারদের হয়রানি করছে। সকালে বাড়িতে নোটিশ পাঠিয়ে ১১টায় ব্লক অফিসে আসতে বলা হচ্ছে। প্রচুর মানুষ বাইরে কাজ করেন তারা যাতা আসতে না পারে এবং তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতেই এমন করছে নির্বাচন কমিশন।

এদিন সকাল থেকেই সামশেরগঞ্জ ব্লক অফিসে এসআইআর হিয়ারিং এ নথি হাতে ভিড় জমান বহু ভোটার। সেই লাইনে দেখা যায় বয়স্ক ভোটারদেরও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now