SIR Murshidabad নোটিস দেওয়া শুরু হয়নি বুধবার দুপুর পর্যন্ত, সরগরম
SIR Murshidabad কারা কারা ডাক পাবেন? এস আই আর (SIR) প্রক্রিয়া শুরুর পর প্রথম খসড়া তালিকা প্রকাশ হয়েছে। এখন তা নিয়েই জল্পনা। তবে বিভিন্ন জায়গা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ সামনে আসছে। এস আই আর শুরুর সময় যে কী হবে, কী হবে আতঙ্ক মানুষের অনেকের মধ্যে লক্ষ্য করা গিয়েছিল। এখন সেই পরিস্থিতি না থাকলেও অনেকেই উদ্বেগে রয়েছেন। এমনকী খোদ ডোমকল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহাবুব হাসানের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। খসড়া তালিকায় তাঁর নামের জায়গায় লেখা খুঁজে পাওয়া যায়নি। রায়পুর গ্রাম পঞ্চায়েতের নরজপুর এলাকায় তাঁকে খুঁজে পাওয়া যায়নি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। এদিকে সামশেরগঞ্জে বিএলও সুব্রত দাসের বিরুদ্ধে নাম বাদ দেওয়ার অভিযোগ তৃণমূলের। সামশেরগঞ্জ বিধানসভা এলাকার জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় বুথের ঘটনা।

আরও পড়ুনঃ Murshidabad Voter List 2026 SIR ডাউনলোড করুন মুর্শিদাবাদের সব বিধানসভার SIR -এর ভোটার তালিকা
SIR Murshidabad মুর্শিদাবাদ জেলায় ১ লক্ষ ২১ হাজার ৫৯৬ জন ভোটারকে শুনানির জন্যে নির্বাচন কমিশন থেকে নোটিশ দেওয়া হবে। আজ, বুধবার থেকেই সেই নোটিশ দেওয়া হবে। এরপর সাত দিন পর তার শুনানি। জেলায় বাদ গিয়েছে ২ লক্ষ ৭৮ হাজার ৮৩৭ জন ভোটার। খসড়া তালিকা অনুযায়ী এই জেলায় মোট ভোটার রয়েছেন ৫৪ লক্ষ ৮৫ হাজার ২৪৮ জন। জেলা নির্বাচন আধিকারিক লিটন সাহা এদিন বলেন, ১ লক্ষ ২১ হাজার ৫৩৬ জনকে ডাকতে চলেছি। তাঁরা আন ম্যাপিং। এর বাইরেও যদি কমিশন কাওকে ডাকতে বলে তার জন্যে প্রস্তুতি নিচ্ছি।
SIR Murshidabad তবে সূত্রের খবর, এই খবর আপলোড হওয়া পর্যন্ত অর্থাৎ এদিন দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত কাওকে নোটিশ দেওয়া হয়নি। গতকাল জেলা ডিইও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার সর্বদলীয় বৈঠক করেছেন। সেখানে সব রাজনৈতিক প্রতিনিধিদের হাতে খসড়া ভোটার লিস্ট তুলে দেওয়া হয়েছে।
২০০২ সালের পর এবার এস আই আর হচ্ছে। এস আই আর হলে অবৈধ ভোটার বাদ যাবে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের তরফে। তবে বিরোধীদের অভিযোগ, যে প্রক্রিয়ায় দ্রুত তা করা হয়েছে তাতে আতঙ্কের সৃষ্টি হয়েছে, বিজেপি ও কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, সিপিএম, তৃণমূল, কংগ্রেসের মতো দল। উল্লেখ্য, বিহারে নির্বাচনের আগে এস আই আর হয়েছে। সেখানে প্রথম পরীক্ষা হয়েছে। এগিয়ে আসছে বিধানসভা ভোট। রাজনৈতিক মহলের মতে, বিজেপির টার্গেট বাংলা। বিহার ভোটের ফল প্রকাশের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই বার্তা দিয়েছেন।















