Sir Murshidabad চিন্তা বাড়ছে সময়ে এস আই আর প্রক্রিয়া শেষ করা নিয়ে
Sir Murshidabad Sir Notice মঙ্গলবার এস আই আর (SIR) ২০২৬ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। যেসব নাম নিয়ে সংশয় আছে তাঁদেরকে নির্বাচন কমিশনের নোটিস পাঠানোর কথা। কিন্তু এখনও পর্যন্ত কাওকে নোটিস পাঠাতে পারেনি নির্বাচন কমিশন। প্রযুক্তিগত সমস্যা বলে কমিশন সূত্রে বৃহস্পতিবার জানা গিয়েছে। এখনও পর্যন্ত মুর্শিদাবাদ (Murshidabad) জেলাতেও কাওকে নোটিস পাঠানো যায়নি। কবে থেকে তা হবে তাঁর নির্দিষ্ট সময় জানা যাচ্ছে না। ফলে চিন্তা বাড়ছে সময়ে এস আই আর প্রক্রিয়া শেষ করা নিয়ে।

আরও পড়ুনঃ SIR Murshidabad: নোটিস ১ লক্ষ ২১ হাজারকে, বাদ পূর্ত কর্মাধ্যক্ষের নাম
Sir Murshidabad Sir Notice প্রথমে ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছিল। কিন্তু কাজের চাপে হাঁসফাঁস করছিলেন বিএলও-রা। অভিযোগ বিএলও-র কাজের চাপে মৃত্যুও হয়েছে। পরে সময়য় এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়। বিরোধীদের প্রথম থেকেই অভিযোগ ছিল দ্রুত এস আই আর বা স্পেশ্যাল ইন্টেন্সিভ রিভিশন করা নিয়ে। যে প্রক্রিয়ায় এবার এটা করা হচ্ছে তাতে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের ইন্ধনে নির্বাচন কমিশন এটা করছে বলে অভিযোগ তোলা হচ্ছিল। তাঁদের বক্তব্য ছিল ২০০২ সালে দেশে এস আই আর হয়েছিল। কিন্তু এতো তড়িঘড়ি করা হয়নি। এবার দেখা যাচ্ছে খসড়া তালিকায় থেকে যাওয়া বা বাদ যাওয়া যেসব নাম শুনানির জন্যে ডাকা হবে সেই প্রক্রিয়াও এখন দেরী হচ্ছে। কারণ ভোটারের প্রমাণের নথি নিয়ে নোটিস প্রাপককে আসতে হবে। বিএলও সেই নোটিস দিয়ে আসবেন। নিয়ম অনুযায়ী, এর মাঝে এক সপ্তাহ সময় থাকবে।
Sir Murshidabad ”এখনও নোটিস পাঠানো যায়নি”
Sir Murshidabad Sir Notice আগেই ঘোষণা হয়েছে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এস আই আর প্রক্রিয়া মিটলেই বঙ্গে ভোট ঘোষণা হবে। ফলে এস আই আরের প্রতিটা প্রক্রিয়ার সঙ্গে রাজনৈতিক দলগুলির হৃদস্পন্দন ওঠানামা করছে। মুর্শিদাবাদ জলায় মোট ভোটার ৫৪ লক্ষ ৮৫ হাজার ২৪৮ জন। প্রথমে আন ম্যাপড ভোটারদের, ১ লক্ষ ২১ হাজার ৫৩৬ জনকে নোটিস দিয়ে ডাকার কথা। জেলা নির্বাচনী আধিকারিক লিটন দাসকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা নাগাদ তিনি জানান, এখনও নোটিস পাঠানো যায়নি। তবে এই প্রতিবেদন আপলোড করা পর্যন্ত এই নিয়ে কমিশনের কোনও বক্তব্য পাওয়া যায়নি।















