SIR MURSHIDABAD অ্যাম্বুলেন্সে করে এসআইআর এর হিয়ারিং এ বয়স্ক ভোটাররা। এমনই ছবি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের সিংঘী উচ্চবিদ্যালয়ে।

SIR MURSHIDABAD লালবাগ সিংঘী উচ্চবিদ্যালয়ে চলছে মুর্শিদাবাদ বিধানসভায় এসআইআর এ হিয়ারিং। সেখানে মঙ্গলবার সকাল থেকে ভিড় জমান নোটিশ পাওয়া ভোটাররা। হিয়ারিং এ ডাকা হয় বয়স্ক ভোটারদেরও। ৯০ উর্ধো ভোটারকেও হিয়ারিং এ ডাকা হয়েছে বলে অভিযোগ।
কি দাবি জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের ?
SIR MURSHIDABAD কারও বয়স ৮০, কারও আবার ৯০ পেরিয়েছে। এমনই চার বয়স্ক ভোটারকে অ্যাম্বুলেন্সে হিয়ারিং এ নিয়ে আসেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ। প্রসেনজিৎ ঘোষ অভিযোগ করেন এসআইআর এর নামে প্রহসন চলছে। বৈধ ভোটারদের নাম বাদ দিতেই বৃদ্ধ ভোটারদের হিয়ারিং এ ডাকা হচ্ছে। এদিন মলিনা দাস, নির্মলা সরকার, কল্যাণী দাস ও শিবানী দাস অ্যাম্বুলেন্সে হিয়ারিং কেন্দ্রে আসেন।

এই শীতের মধ্যে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নোটিশ পাওয়া ভোটারদের। হাতে বিভিন্ন নথি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সকলে।














