SIR 2026 Murshidabad এসআইআর-এর খসড়া তালিকায় কাদের নাম বাদ পড়েছে সেটা দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। নির্বাচন কমিশনের ওয়েসবসাইট থেকেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের খসড়া তালিকায় নাম আছে কিনা। মঙ্গলবার সকাল থেকেই নির্বাচন কমিশনের অ্যাপে দেখা যাচ্ছে ভোটার তালিকা। ‘ইসিআই নেট’ নামের অ্যাপে দিতে হচ্ছে এপিক নম্বর । তাহলেই জানা যাচ্ছে, পারছেন তালিকায় নাম রয়েছে কি না।
SIR 2026 Murshidabad আর তালিকায় কাদের নাম নেই তাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গের খসড়া তালিকায় যাঁদের নাম নেই সেটা জানা যাবে নির্বাচন কমিশনের এই ওয়েবসাইটেঃ ceowestbengal.wb.gov.in/asd_sir
ওয়েবসাইটে ঢুকলে লেখা আসবেঃ ” List of voters whose names were in the West Bengal Electoral Rolls as of 2025
but are not included in the Draft Roll of SIR 2026″ । অর্থাৎ ২০২৫ সালের লিস্টে নাম ছিল কিন্তু ২০২৬ এর এসআইআর-এ নেই এমন নামের তালিকা।
আরও পড়ুন: ২০০২ সালের মুর্শিদাবাদের ভোটার লিস্ট দেখবেন কীভাবে ?
সঙ্গে জানানো হয়েছে, BLO ও BLAs-এর সঙ্গে পরামর্শক্রমে যেসব ভোটারের গণনা ফর্ম এখনও জমা পড়েনি, তাঁদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। খসড়া ভোটার তালিকা ২০২৬ প্রকাশের পর নির্ধারিত দাবি ও আপত্তি গ্রহণের সময়সীমা অর্থাৎ ১৬/১২/২০২৫ থেকে ১৫/০১/২০২৬ পর্যন্ত, সংশ্লিষ্ট ব্যক্তি ফর্ম–৬, ডিক্লারেশন ফর্ম এবং প্রয়োজনীয় সহায়ক নথিপত্রসহ তাঁদের দাবি জমা দিতে পারবেন।















