নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ শীতের সন্ধ্যায় আবৃত্তির আসর বসল বহরমপুর রবীন্দ্রসদনে। আবৃত্তি সংস্থা শ্রুতিমুখের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল বহরমপুর রবীন্দ্রসদনে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্থার পক্ষ থেকে কবিতা, ছড়ার ও বিভিন্ন বাচিক অনুস্থানের মধ্যে দিয়ে আবৃত্তি সন্ধ্যায় মুখরিত হল রবীন্দ্রসদন চত্বর। এদিন সন্ধ্যায় সংস্থার কচিকাচা থেকে সব বয়সি বাচিক শিল্পীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে।
শ্রুতিমুখের কর্নধার নিবেদিতা চৌধুরী জানান,”প্রতিবছর জানুয়ারি মাসে আমরা আমাদের সংস্থার বার্ষিক অনুষ্ঠান করে থাকি। এবছরও তার অন্যথা হয়নি। নাচ গানের পাশাপাশি আবৃত্তি চর্চাও যে শিল্প চর্চার পরিসর হতে পারে তা আমরা শহরবাসীকে দেখিয়ে দিয়েছি। আমাদের অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকেন মানুষ”।২০০৮ সালে পথচলা শুরু করেছিল আবৃত্তি সংস্থা ‘শ্রুতিমুখ’। মূলত বাংলা সংস্কৃতিকে তুলে ধরতেই এই আয়োজন বলে জানালেন আয়োজকেরা।