Shramshree Scheme 2025 পরিযায়ী শ্রমিকদের জন্য চালু হয়ে গেল ‘ শ্রমশ্রী পোর্টাল’

Published By: Imagine Desk | Published On:

Shramshree Scheme 2025  ১ সেপ্টেম্বর থেকে চালু হল পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী পোর্টাল’। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।  জানানো হয়েছে, ২১ আগস্ট থেকে অফলাইনে পরিযায়ী শ্রমিকদের আবেদন গ্রহণ শুরু হয়েছিল। ইতিমধ্যেই রাজ্যে ২০ হাজারের বেশি আবেদন নথিভুক্ত হয়েছে। এখন থেকে এই সমস্ত আবেদন ধাপে ধাপে পোর্টালে আপলোড করা হবে। যাঁরা অফলাইনে আবেদন করেছেন তাঁদের কোনও অসুবিধা হবে না বলেই আশ্বস্ত করেছেন মন্ত্রী।

Shramshree Scheme 2025  শ্রমশ্রী পোর্টাল

Shramshree Scheme 2025  পরিযায়ী  শ্রমিকেরা পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন এবং সেই আবেদনের অগ্রগতি সহজেই জানতে পারবেন।  সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, ভয় দেখানো এবং হয়রানির অভিযোগে শোরগোল রাজ্য জুড়ে।  ভিন রাজ্যে কাজে গিয়ে বহু পরিযায়ী শ্রমিককে বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। রাজ্য সরকারের দাবি, এ সব ঘটনার জেরে হাজার হাজার শ্রমিক কর্মস্থল থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন। তাঁদের আর্থিক অনিশ্চয়তা ও কর্মসংস্থান সঙ্কট কাটাতে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছে রাজ্য।এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছেন ‘শ্রমশ্রী প্রকল্প’।

Shramshree Scheme 2025 শ্রমশ্রী প্রকল্পের সুবিধা কী?

Shramshree Scheme 2025 এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে, যাঁরা কাজ পাচ্ছেন না, সেই সমস্ত পরিযায়ী শ্রমিককে আগামী এক বছর প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়। এও দাবি করা হচ্ছে যে, শ্রমশ্রী পোর্টাল চালুর ফলে শ্রমিকদের তথ্যের একটি একক ভান্ডার তৈরি হবে। এর মাধ্যমে তাঁদের সঠিক পরিচয়পত্র প্রদান, স্বাস্থ্যসুরক্ষা, বিমা, শিক্ষা এবং কল্যাণমূলক বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা সহজ হবে। শ্রম দফতর সূত্রে খবর, প্রতিটি জেলার ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে, যাতে শ্রমিকরা নথিপত্র-সহ দ্রুত এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারেন।