এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Shoot Out হরিহরপাড়ায় চলল গুলি । প্রাণ গেল তৃণমূল কর্মীর

Published on: June 10, 2024
Shoot Out

Shoot Out হরিহরপাড়ায় শ্যুট আউট। হরিহরপাড়ার Hariharpara  গজনীপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক তৃণমূল কর্মীর। মৃত তৃণমূল TMC কর্মীর নাম সনাতন ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত বারোটা নাগাদ সনাতন ঘোষ সহ আরো দুই জন দুগ্ধ ব্যবসায়ী গজনীপুর থেকে পাড়া গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন । ছিলেন মোটরবাইকে । গজনীপুর ও শ্রীপুরের মাঝে রাস্তার মাঝে বাইক দাঁড় করিয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা চালায় গুলি।

আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলজে হাসপাতালে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছেন স্থানীয় তৃণমূল নেতারা। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি, জমি সংক্রান্ত বিবাদেই এই খুন। যদিও মৃতের পরিবারের প্রাথমিক দাবি, খুনের সাথে রাজনীতির যোগ নেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now