Domkol Shocking Incident: ডোমকলে ভয়াবহ ঘটনা, মনে করাচ্ছে খাগড়াগড়?

Published By: Imagine Desk | Published On:

বাড়িতে মজুত রাখা বোমায় বিস্ফোরণ? মৃত্যু মহিলার

নিজস্ব প্রতিবেদনঃ খাগড়াগড়ে বিস্ফোরণ এখনও অনেকের মনে টাটকা। বছর দশেক আগে ২ অক্টোবর বিস্ফোরণে কেঁপে উঠেছিল বর্ধমানের খাগড়াগড় এলাকা। সেখানে কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এসেছিল কেউটে। ঘটনাচক্রে ৩ অক্টোবর ডোমকলের (Domkol) ঘোড়ামারা আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল। বাড়িতে বোমা ফেটে বিস্ফোরণ। একাদশীর দিন সকাল ১১ টার সময় কেঁপে ওঠে এলাকা। ঘটনায় এক মহিলার মৃত্যু। চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ডোমকল থানায় খবর আসে ঘোড়ামাড়া গ্রাম পঞ্চায়েতের ঘাটপাড়ার কামুরদিয়ার গফুর মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেখানে গিয়ে পুলিস ছিদ্দাতন খাতুন নামে গুরুতর জখম এক মহিলাকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। তিনি গফুর মণ্ডলের স্ত্রী। পুলিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গফুর মণ্ডল বাড়ির পিছনে বোমা মজুত করেছিলো। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুনঃ Berhampore News: অষ্টমীর রাতে বহরমপুরে কিশোরীকে নির্যাতন, ধৃত তিন যুবক

Domkol Shocking Incident এগিয়ে আসছে বিধানসভা ভোট। এই বিস্ফোরণের ফলে প্রশ্ন উঠছে,কেন মজুত করা হচ্ছিল বোমা? বাংলাদেশ সীমান্ত বেশি দূরে নয়। ফলে কোনওরকম অস্থিরতা সৃষ্টির উদ্দেশ নয় তো ? নাশকতামূলক কার্যকলাপ?

উল্লেখ্য, ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান শহর সংলগ্ন খাগড়াগড়ে এক বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ২ জনের, জখম হন ১ জন। পরে মেলে ঘটনায় বাংলাদেশের জঙ্গিদের বড় চক্রের হদিশ।  উঠে আসে জেএমবির নাম। ঘটনা সাড়া ফেলে দেয় দেশে।

See also  Murshidabad TMC: বহরমপুর-মুর্শিদাবাদ থেকে একুশে সমাবেশে দেড় লক্ষ মানুষ, দাবী Shaoni 'র 1.5 Lakh tmc workers from Berhampore Murshidabad to join kolkata rally