নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ মুর্শিদাবাদ জেলা বইমেলায় বৃহস্পতিবার দুপুরে মুখোমুখি হবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ২০২৩ সালের কুভেম্পু পুরস্কার প্রাপক হিসেবে সম্প্রতি নাম ঘোষণা করা হয়েছে ‘ঘুণ পোকা’ স্রষ্টার। এই প্রথম কোনও বাঙালী সাহিত্যিক এই পুরস্কার পাচ্ছেন। সাহিত্যে কৃতিত্বের দরুণ প্রয়াত কন্নড় জাতীয় কবি কুভেম্পুর নামে এই পুরস্কার দেওয়া হয়।
মানপত্রের সঙ্গে পুরস্কার প্রাপকের হাতে তুলে দেওয়া হয় নগদ পাঁচ লক্ষ টাকা। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন খ্যাতিমান তামিল লেখক ইমায়াম। ১৯৮৯ সালে তাঁর ‘মানবজমিন’ উপন্যাসের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন শীর্ষেন্দু।
এছাড়াও ১৯৮৫ সালে বিদ্যাসাগর পুরস্কার, ১৯৭৩ ও ১৯৯০ সালে পেয়েছেন আনন্দ পুরস্কার। ২০১২ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ পুরস্কার পান। ২০২১ সালে তিনি সাহিত্য অকাদেমির ফেলো নির্বাচিত হন। এর আগেও ২০২০ সালে জেলা বইমেলায় এসেছিলেন শীর্ষেন্দু। সেবার উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন। বইমেলায় তাঁর কথা পাঠকরা তখন শুনলেও এবার তাঁর স্রষ্টা চরিত্রদের নিয়ে কথা বলতে ও শুনতে পাঠকদের সঙ্গে আলাপ জমাবেন তিনি।