Shaktipur দুর্ঘটনার পর কেটেছে এক দিন। তবুও খোল মিলছে না ভাগীরথীর জলে তলিয়ে যাওয়া চালকের। ক্রেন দিয়ে উদ্ধার হয়েছে গাড়ি । স্পিড বোটে করে চিরুনি তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী Disaster Management Group ( DMG)। ঘাটে অসংখ্য মানুষের ভিড় জমে। প্রত্যেকেই অধীর অপেক্ষায় রয়েছেন। এই ঘটনা শক্তিপুরের রামনগর ঘাটের। নৌকা থেকে নামার সময়েই ঘটে যায় দুর্ঘটনা। মঙ্গলবার বিকেলে একটি পণ্যবাহী গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, গাড়িটি নদীয়ার পলাশির দিক থেকে আসছিল। গন্তব্য ছিল রামনগর ঘাট।
Shaktipur কীভাবে ঘটে দুর্ঘটনা?
Shaktipur স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঐ নৌকায় ছিল দুটি গাড়ি। সামনের গাড়িটি নেমে যাওয়ার পর পেছনে থাকা গাড়িটি পেছনের দিকে উল্টে গিয়ে সরাসরি ভাগীরথীর জলে পড়ে। গাড়িটিতে ছিলেন চালক ও এক যাত্রী। দুর্ঘটনার পরে ঐ মহিলা যাত্রীকে শক্তিপুর থানার পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। যদিও খোঁজ মেলেনি গাড়ির চালকের। বুধবার সকাল থেকেই চলে তল্লাশি অভিযান।
Shaktipur দুর্ঘটনার পর ঘাটের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। বারবার এই ধরনের ঘটনা ঘটার পরেও নজরদারির ক্ষেত্রে অভাব রয়েছে বলেই দাবি স্থানীয়দের।