Shaktipur incident পরিকল্পনা ছিল মোবাইল টাওয়ার থেকে ব্যাটারি চুরির! কিন্তু হল না শেষ রক্ষা। মুর্শিদাবাদের শক্তিপুরের লোহাদহ ঘাট এলাকা থেকে হাতেনাতে ধরা হল ৭ জনকে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী ও নগদ ৫০ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শক্তিপুর থানায় মোবাইল টাওয়ার থেকে ব্যাটারি চুরির অভিযোগ জমা পরে। শুধু তাই নয় আশেপাশে বেশ কিছু থানা এলাকাতেও একই অভিযোগ আসে। এরপরই চুরির ঘটনার তদন্তে নামে শক্তিপুর থানা ও এসওজি। শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে লোহাদহ ঘাট এলাকা থেকে সন্দেহজনক একটি চার চাকা গাড়ি আটক করে পুলিশ। সেই গাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ৭ জনকে। পুলিশের দাবি এর মধ্যে ৬ জন চুরির সাথে যুক্ত আর একজন এই চুরির সামগ্রী কেনার জন্য এসেছিল। বেলডাঙার এসডিপিও মহতাসিং আক্তার জানান, বাজারশো এলাকায় টাওয়ারে ব্যাটারি চুরির অভিযোগ আসে। তৎক্ষণাৎ থানায় অভিযোগ হয়। তদন্তে নামেন তদন্তকারী দলের প্রতিনিধিরা। সামনে আসে মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী জেলায় একই ঘটনা ঘটার। গোপন সূত্রে খবর পেয়ে রেইকি চলে। চুরির পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়। শুক্রবার ধৃতদের ১৪ দিনের হেফাজতে চেয়ে বহরমপুর কোর্টে পাঠায় শক্তিপুর থানার পুলিশ। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Shaktipur incident ভেস্তে গেল চুরির পরিকল্পনা! শক্তিপুরে পুলিশের জালে সাত কারবারি
Published By: Imagine Desk |
Published On: