এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

SFI Protest বহরমপুরে এসএফআই এর ডিএম অফিস অভিযান ঘিরে উত্তেজনা

Published on: January 19, 2026
SFI Protest

SFI Protest  এসএফআই এর ডিএম অফিস অভিযান ঘিরে তুমুল উত্তেজনা বহরমপুরে। মিছিল আটকাতে ব্যারিকেড পুলিশের! ব্যারিকেড ভেঙে মিছিল এগোয় ছাত্র সংগঠনের। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল সোমবার দুপুরে। এদিন দুপুরে বহরমপুর শহরে মিছিল করে SFI মুর্শিদাবাদ জেলা কমিটি। দলীয় অফিস থেকে মিছিল শুরু করে এসএফআই। গির্জার মোড় হয়ে টেক্সটাইল মোড় হয়ে মিছিল এগোয় ডিএম অফিসের দিকে। মাঝ রাস্তায় মিছিল আটকানোর অভিযোগ। এরপরেই রাস্তায় বসে চলে অবস্থান, বিক্ষোভ। স্কুলে অতিরিক্ত ভর্তি ফি কমানো থেকে মুর্শিদাবাদে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি, ওবিসি জটিলতার সমাধান সহ ১০ দফা দাবি নিয়ে এদিন পথে নামে এসএফআই। ঝাণ্ডা হাতে স্লোগান দিয়ে সুর চড়ান এসএফআই নেতা, কর্মীরা।

ব্যারিকেড ঠেলে প্রতিবাদ এসএফআই কর্মীদের

 

SFI Protest       কী বললেন SFI মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব?

SFI Protest  এসএফআই নেত্রী  অদিতি নন্দী বলেন, ” যারা পড়াশোনা করছেন, লড়াই করছে, নিজের পায়ে দাঁড়াতে চাইছে তাদের জন্য আমাদের লড়াই।  এসএফআই লড়াই করে, সকলের জন্য শিক্ষা চায়, শিক্ষা শেষে কাজ চায়। কিন্তু জেলার শিক্ষা ব্যবস্থাকে রাজ্যের তৃনমূল সরকার, কেন্দ্রের বিজেপি সরকার পরিকল্পিতভাবে ধ্বংস করে দিতে চাইছে।”  এসএফআই নেতা  এনজামুল হক রানা বলেন, “ছাত্র ছাত্রীদের দাবি  নিয়ে ডিএম এর কাছে কথা বলতে যাচ্ছি, তাতেও সমস্যা! আমরা বলছি স্কুলে ভর্তি ফিস  কমাতে হবে। তার জন্য ডিএম এর কাছে ডিআই এর কাছে যাচ্ছি।  সরকারের ক্ষমতা হচ্ছে না ভর্তি ফিস কমানোর।  সরকার বলতে পারছে না যে স্কুল ১৮০০ টাকা, ১৯০০ টাকা ভর্তি ফিস নিচ্ছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবে!”

রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ

 

SFI Protest  অবস্থান বিক্ষোভ চলাকালীন এসএফআই এর চারজনের প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now