নিজস্ব সংবাদদাতা, সামশেরগঞ্জঃ শেয়ালের আতঙ্কে ঘুম উড়েছে সামশেরগঞ্জ থানার দক্ষিণ অন্তরদীপা গ্রামের বাসিন্দাদের। মঙ্গলবার সন্ধ্যায় শেয়ালের কামড়ে আহত হয়েছেন সাত জন গ্রামবাসী। গ্রামবাসীরা জানান দক্ষিণ অন্তরদীপা গ্রামে সন্ধ্যা লাগতেই বাড়ছে শেয়ালের উপদ্রব। মাঠ সংলগ্ন এলাকায় এই গ্রামে অন্ধকার হতেই শেয়ালের আনাগোনা দেখা যাচ্ছে। এদিন সন্ধ্যায় শেয়ালের হানায় আহত হন সাত জন গ্রামবাসী। কারও হাত, কারও পা , আবার কারও মুখে কামর দেয়। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। গত বছরও এই গ্রামে শেয়ালের আক্রমনে আহত হয়েছিলেন বেশ কয়েক জন গ্রামবাসী।
আক্রান্তকারী প্রশান্ত মণ্ডল জানান, ‘আমরা সবাই মেন রোডের ধারে দাড়িয়ে ছিলাম। প্রায় ১০-১২ টা মতন শেয়াল আমাদের দিকে আসছিল। আমরা যারা সেই সময় সবাই মিলে তাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু উল্টিয়ে কামড় খেতে হল।’ শেয়ালের উপদ্রবে আতঙ্কে রয়েছে সমস্ত এলাকাবাসী। যদিও গুরুতর আহত হননি কেউ কিন্তু শেলায় পড়েছে কমবেশি সবারির।