এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

SENSIT Rapid COVID-19 Ag Kit দিয়ে কম সময়ে কীভাবে করবেন কোভিড পরীক্ষা ?

Published on: June 20, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২০জুনঃ কম সময়ে কম খরচে কোভিড পরীক্ষা নিয়ে চলছে গবেষণা। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কেউ সংক্রমিত কিনা তা নিশ্চিত করা হয়। কেন্দ্র সরকারও  দ্রুত সংক্রমণ নিশ্চিত করার জন্য বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানকে সাহায্য করছে। উদ্ভাবকরা নিখুঁত স্বল্পমূল্যে নমুনা পরীক্ষার কিট নিয়ে কাজ করছেন। এই গবেষণার ফসল হিসেবেই এবার বাজারে এল SENSIT Rapid COVID-19 Ag Kit

জৈব প্রযুক্তি দপ্তরের কোভিড-১৯ গবেষণা কনসোর্টিয়াম౼ বাইরেক, সার্স কোভ-২ শনাক্ত করার জন্য উদ্ভাবনমূলক উদ্যোগে সহায়তার অঙ্গ হিসেবে উবায়ো বায়ো টেকনোলজি সিস্টেম্স প্রাইভেট লিমিটেডকে সাহায্য করেছে ।  এই সংস্থাটি সেনসিট র‍্যাপিড কোভিড-১৯ এজি কিট তৈরি করেছে  করেছে। এই কিটের সাহায্যে করোনা ভাইরাসের নিউক্লিওক্যাপসিড প্রোটিন ১৫ মিনিটের মাধ্যমে শনাক্ত করা যায়। নাসারন্ধ্র থেকে নমুনা সংগ্রহ করে ক্রোম্যাটোগ্রাফিক পদ্ধতি অবলম্বন করে এই প্রোটিন শনাক্ত করা হয়। ক্রোম্যাটোগ্রাফিক হল এমন একটি পদ্ধতি যেখানে কোনো মিশ্রণ থেকে বিভিন্ন উপাদানকে পৃথক করা সম্ভব হয়। আইসিএমআর এই কিট-টি ব্যবহারের অনুমতি দিয়েছে। এই কিটে একজোড়া এক রঙের অ্যান্টিবডি থাকে,  যেগুলি কোভিড-১৯এর নির্দিষ্ট অ্যান্টিজেনের সংস্পর্শে আসলেই রঙিন হয়ে যায়। এই কিটের সংবেদনশীলতা ৮৬ শতাংশ এবং ১০০ শতাংশ নির্ভুলভাবে এটি শনাক্ত করতে পারে। সেনসিট রাপিড কোভিড-১৯ এজি কিট সফলভাবে বাণিজ্যিকিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত পেশাদার ব্যক্তিরা খুব কম সময়ে অল্প পয়সায় এর মাধ্যমে কেউ কোভিড সংক্রমিত হয়েছেন কি না তা এই কিট ব্যবহার করে  জানিয়ে দিতে পরেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now