Sealdah-Lalgola Section সাময়িক স্বস্তি ফিরল রেল যাত্রীদের! পূর্ব রেলের শিয়ালদহ-লালগোলা শাখায় বেশিরভাগ ট্রেন থেকে শৌচাগার Toilet তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে আপাতত পিছিয়ে এল ভারতীয় রেল Indian Railways। সম্প্রতি পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-লালগোলা শাখায় ১১টি ‘মেমু’ ট্রেন তুলে দিয়ে ইএমইউ ট্রেন চালানো হবে। তবে ইএমইউ রেকগুলিতে কোনও শৌচাগার না থাকায় পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত যাত্রীরা প্রয়োজন মতো শৌচালয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কৃষ্ণনগর স্টেশনে একাধিক ইএমইউ ট্রেনকে ১৯-৩২ মিনিট পর্যন্ত দাঁড় করানো হবে। রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, আগামী ৪ জুন থেকে নতুন এই ব্যবস্থা চালু হয়ে যাবে। কিন্তু রেলের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই ক্ষোভ প্রকাশ করেন যাত্রীদের একাংশ। দুর্ভোগের বিষয়টি সামনে আসে। ‘অমানবিক’ সিদ্ধান্ত বলে প্রতিবাদে সরব হয় বিভিন্ন রাজনৈতিক দলও। বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন ম্যানেজারকে ডেপুটেশনও দেওয়া হয়।
Sealdah-Lalgola Section যদিও বিজ্ঞপ্তি প্রত্যাহার
Sealdah-Lalgola Section যদিও পূর্ব রেলের তরফে ফের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে বলা হয়, -পরিচালনগত অত্যাবশ্যকতার কারণে, ১১ টি এমইএমইউ পরিষেবাকে ইউএমউ পরিষেবায় রূপান্তর এবং তাদের মধ্যে ৯ টি পরিষেবাকে শিয়ালদহ/ কলকাতা- কৃষ্ণনগর সিটি জংশন ইএমইউ লোকাল পরিষেবা এবং কৃষ্ণনগর সিট জংশন-লালগোলা ইএমইউ প্যাসেঞ্জার পরিষেবা ( ও বিপরীতমুখী পরিষেবা-তে ভাগ করে, কৃষ্ণনগর সিটি জংশনে ১৯ থেকে ৩২ মিনিট স্টপেজ দেওয়ার পূর্বে বিজ্ঞাপিত সংশোধিত সূচী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
Sealdah-Lalgola Section শিয়ালদহ থেকে লালগোলা প্রায় ২২৭ কিমি যাত্রাপথ। এই দীর্ঘ যাত্রাপথে যদি ট্রেনের মধ্যে শৌচাগার না থাকে তাহলে বয়স্ক যাত্রীদের পাশাপাশি প্রচুর অসুস্থ এবং সাধারণ নাগরিকরাও অসুবিধার মধ্যে পড়বেন। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্টেশনে টয়লেটে যাওয়ার ক্ষেত্রে রেলের আদেশনামার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ওঠে। রেলের এই স্থগিতাদেশ স্থায়ীভাবে কোন সমাধানের পথ দেখাবে? সেইদিকেই তাকিয়ে শিয়ালদাহ- লালগোলা শাখার রেল যাত্রীরা।