এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ভরতপুরে এসডিপিও পদ, মুর্শিদাবাদে বদলি আট পুলিশ আধিকারিক

Published on: January 15, 2024

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যে ও কলকাতা পুলিশের ৭৯ জন পুলিশ আধিকারিকের বদলির নির্দেশ দিল নবান্ন। মুর্শিদাবাদ পুলিশ জেলার ভরতপুরে নতুন মহকুমা পুলিশ আধিকারিকের পদ তৈরি করা হয়েছে। সেখানে হুগলি জেলায় অতিরিক্ত পুলিশ সুপার পদে শিক্ষানবিশ আইপিএস শুভম বাজাজকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে আরও সাতজন আইপিএস, ডব্লিউবিপিএসদের বদলির নির্দেশ এসেছে নবান্ন থেকে। মুর্শিদাবাদের লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার অসীম খান বদলি হলেন রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পদে। জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কার এসডিপিও রাশপ্রীত সিংকে ওই পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বেলডাঙার এসডিপিও সন্দীপ গড়াইকে পদোন্নতি হয়েছে। তিনি কোচবিহারের মাথাভাঙায় অতিরিক্ত পুলিশ সুপারের পদে বদলি হয়েছেন। কান্দির এসডিপিও মাজিদ ইকবাল খানেরও পদোন্নতি হয়েছে। তাঁকে অবশ্য মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) পদে। ওই পদে ছিলেন আইপিএস সুবিমল পাল। তাঁকে কিছুদিন আগেই হাওড়া পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে।

একইসঙ্গে মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)পদে পাপিয়া সুলতানার বদলির পর ওই পদ ফাঁকাই ছিল। এদিন দেগঙ্গার এসডিপিও সৌম্যজিৎ বরুয়াকে ওই পদের দায়িত্ব দেওয়া হয়েছে। সৌম্যজিতের মতো ভগবানগোলার এসডিপিও সমীর আহমেদেরও পদোন্নতি হয়েছে। তাঁকে অতিরিক্ত পুলিশ সুপার পদে জলপাইগুড়িতে যাওয়ার নির্দেশ এসেছে। মুর্শিদাবাদের আর এক শিক্ষানবিশ আইপিএস  সস্রেক আম্বরদাকে কান্দির এসডিপিও পদে বদলি করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে পুলিশ প্রশাসন অবশ্য এই রদবদলকে রুটিন বদলি হিসেবেই দাবি করেছে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now