Scientific Temper Day: দাভোলকর মরেনিঃ বিজ্ঞান, যুক্তিবাদের প্রসারে বহরমপুরে পথ নাটক স্কুল পড়ুয়াদের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ যুক্তিবাদী নরেন্দ্র অচ্যুত দাভোলকরের মৃত্যু দিবসে বিজ্ঞান মনস্কতা দিবস পালন হল বহরমপুরে । শনিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে গোরাবাজারে মোহন মল প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ছাত্রীরা পথ নাটিকার মাধ্যমে বিজ্ঞানের সচেতনতা বাড়ায়। বক্তব্য পেশ করেন সমাজের বিশিষ্টরা । যুক্তি, বিজ্ঞান নিয়ে লেখালেখির জন্যে ২০১৩ সালে ২০ আগস্ট সকালে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় মহারাষ্ট্রের যুক্তিবাদীকে দাভলকরকে। ২০১৮ সাল থেকে এই দিনটি জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস হিসেবে বিজ্ঞান মঞ্চ পালন করে আসছে। সেই অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা জানিয়েছেন, হত্যাকারী তাঁকে মেরে বিজ্ঞান থামিয়ে দিতে পারেনি। দাভলকরের দেখানো পথ ধরে আমরা এগিয়ে চলেছি। আমাদের মধ্য দিয়ে তিনি বেঁচে আছেন।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলার সম্পাদক পুষ্পক পাল বলেন, অন্ধ কুসংস্কার, কালা জাদুর বুজরুকির বিরুদ্ধে আমরা মানুষকে বিজ্ঞানের আলোকে সচেতন করছি। এদিন বিভিন্ন কর্মসুচি নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বহরমপুর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদিকা সুবর্না নাথ বলেন, ভারতে যত জনবিজ্ঞান মঞ্চ রয়েছে তাঁরা আজকের দিনটাকে বিজ্ঞান মনস্কতা দিবস হিসেবে পালন করে। চুঁয়াপুর বিদ্যানিকেতন এবং চালতিয়া শ্রীগুরু পাঠশালা থেকে পড়ুয়ারা মোহন মল প্রাঙ্গনের ওই অনুষ্ঠানে অংশ নেয় । চুঁয়াপুর বিদ্যানিকেতন গার্লস হাইস্কুলের এক ছাত্রী জানিয়েছে, তাঁরা মানুষকে আরও বেশি বিজ্ঞান মনস্ক করতে পথ নাটিকার এই অনুষ্ঠান করছে।