Science Exhibition AI দিয়ে চমৎকার! অবাক করা পড়ুয়াদের হাতে তৈরি বিজ্ঞান মডেলের প্রদর্শনী

Published By: Imagine Desk | Published On:

Science Exhibition পাহাড় থেকে সমতল, পরিবেশ বাঁচাতে নতুন নতুন ভাবনা। জলবায়ু পরিবর্তন থেকে সৌর বিদ্যুতের ব্যবহার- বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ- এসব নিয়েই নানান পরীক্ষা নিরীক্ষা, আবিষ্কার, উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশ মুর্শিদাবাদের স্কুল পড়ুয়াদের।  স্কুল পড়ুয়াদের হাতে তৈরি মডেল দিয়ে সেজেছে স্টল। প্রজেক্টে উঠে এসেছে কৃত্তিম বুদ্ধমত্তা  Artificial Intelligence (AI)  র ব্যবহার। স্কুলের পড়ুয়ারা বিজ্ঞান, প্রযুক্তির ব্যবহারে প্রদর্শন করেছে নানান মডেল। কোথাও তুলে ধরা হয়েছে আলট্রাসনিক সেন্সরের মাধ্যমে পাহাড়ি ভূমিধস রোধের প্রজেক্ট। কোথাও আবার AI এর সাহায্যে গ্রিন হাউজের Green House Farming পরিচর্যা।

শুধু তাই নয়, স্কুলের পড়ুয়ারা এদিন বিজ্ঞান প্রদর্শনীতে তুলে ধরল সোলার প্যানেল ইভি চার্জিং সিস্টেম। দুদিনের এই প্রদর্শনী পড়ুয়াদের চিন্তাভাবনা, আবিষ্কার মেলে ধরার এক মঞ্চ। যে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত স্কুলের ছাত্র, ছাত্রীরা।

Science Exhibition বহরমপুরে শক্তি মন্দির মাঠে বিজ্ঞান প্রদর্শনীর এই আয়োজন গীতারাম একাডেমীর। স্কুলের সিলভার জুবলি উপলক্ষে মূলত বিজ্ঞান প্রদর্শনী হল দুদিন ব্যাপী। যেখানে অংশ নেয় সদর শহর বহরমপুর ছাড়াও মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। দুটি বিভাগে হয় বিজ্ঞান প্রদর্শনী। ২২ টি স্কুলের অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা বিভিন্ন ওয়ার্কিং মডেল প্রদর্শিত করে। একই সাথে দ্বিতীয় বিভাগে ১৪ টি স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের তৈরি বিভিন্ন মডেলও প্রদর্শিত হয়। প্রদর্শনী ঘিরে উৎসাহ চোখে পরার মতো থাকে পড়ুয়াদের। হয় বসে আঁকো প্রতিযোগিতা। গীতারাম একাডেমীর প্রিন্সিপ্যাল শান্তনু মণ্ডল জানান, পড়ুয়াদের বিজ্ঞান ভাবনাকে উৎসাহ জোগাতে আসেন কয়েকজন বিজ্ঞানী, জেলার একাধিক শিক্ষাবিদ বক্তব্য রাখেন। চারজন বিশিষ্ট ব্যক্তা রয়েছেন, আসেন চন্দ্রায়ন- ৩ র প্রজেক্ট ম্যানেজার প্রিয়াঙ্কা দাস।

Science Exhibition এই ধরনের প্রদর্শনীর মূল উদ্দেশ্য কী?

Science Exhibition গীতারাম একাডেমীর প্রিন্সিপ্যাল শান্তনু মণ্ডল বলেন, ” মুর্শিদাবাদে প্রচুর বাচ্চার ভেতরে উদ্ভাবনী ক্ষমতা আছে। সেগুলোকে অন্বেষণ করাই এই অনুষ্ঠানের মূল উদ্দ্যেশ্য”।