নিজস্ব প্রতিবেদনঃ কান্দিতে (Kandi) দুর্ঘটনায় আহত ৬ স্কুল পড়ুয়া সহ ৭ জন। সোমবার দুপুরে কান্দি -বহরমপুর রাজ্য সড়কের মনোহরপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, স্কুলে পরীক্ষা শেষ করে এদিন ঘনশ্যামপুরের একটি বেসরকারি স্কুলের ৬ পড়ুয়া টোটোয় চেপে কান্দি ফিরছিল। কান্দির মনোহরপুরে টোটোর সঙ্গে গ্যাস ভর্তি ডাম্পারের সংঘর্ষ ঘটে। এতেই আহত হয় ৬ পড়ুয়া ও টোটো চালক। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে।
Kandi School Students Accident ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে উদ্বিগ্ন অভিভাবকরা হাসপাতালে আসেন। এক স্থানীয় বাসিন্দা ওসমান গণি বলেন, মনোহরপুরে কয়েকজন ছাত্র টোটো করে বাসস্টান্ড আসছিল। সেসময় গ্যাস ভর্তি একটি ডাম্পার বহরমপুরের দিকে যায়। ডাম্পারের সঙ্গে ওই টোটোর ধাক্কা লাগে। টোটো চালক সহ সাত জন গুরুতর আহত হয়। সেখান থেকে তাঁদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই সুস্থ আছে।
Kandi School Students Accident স্কুলের পক্ষে সুবীর ঘোষ এদিন হাসপাতাল চত্বরে জানান, আমাদের স্কুলের আজ পরীক্ষা চলছিল। কয়েকজন পড়ুয়া আমাদের স্কুলের গাড়িতে যায় না। নিজেদের দায়িত্বে যাতায়াত করে। পরীক্ষা শেষে তারা লাইনের টোটো ধরে আসছিল। মনোহরপুরের কাছে কোনও ডাম্পার তাদের ধাক্কা মারে । পিছনেই আমাদের স্কুলের গাড়ি ছিল। ওই গাড়িতে তাদের উদ্ধার করে কান্দি হাসপাতালে ভর্তি করি। সবার আঘাত আছে। তবে গুরুতর নয়।