School Exhibition বিজ্ঞানের সাথে সাহিত্যেরও অভিনব প্রদর্শনী চুঁয়াপুর বিদ্যানিকেতনে

Published By: Imagine Desk | Published On:

School Exhibition বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় অভিনবত্বের ছোঁয়া। পুজো প্রাঙ্গণে শুধু বিজ্ঞান নয় এই প্রদর্শনীতে ভূগোল, পরিবেশের সাথেই বাংলা সাহিত্য, সংস্কৃত, বিভিন্ন ভাষার উপর মডেল বানিয়ে প্রদর্শনী হল। নিজেদের হাতে তৈরি মডেলের প্রদর্শনী ছাত্রীদের। সরস্বতী পুজোর সাথেই বিজ্ঞান, ভাষা সহ বিভিন্ন বিষয়ে অভিনব মডেল প্রদর্শনী বহরমপুরেচুঁয়াপুর বিদ্যানিকেতন উচ্চ বালিকা বিদ্যালয়ে।

School Exhibition প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের ধারা। একদিকে শরৎবাবুর সংসার অন্যদিকে বিজ্ঞানের ভাবনা। বৃষ্টির জল সংরক্ষণ থেকে হাইড্রলিক ব্রিজ, জিপিএস। হাতেকলমে মডেল বানিয়ে সেই মডেলকে সকলের সামনে উপস্থাপন করে ছাত্রীরাই। ঠাকুর দেখতে এসে সেই প্রদর্শনী নজর কাড়ে দর্শনার্থীদের। বিভিন্ন মডেল প্রদর্শনীর সাথেই ছাত্রীদের হাতের কাজ, আঁকা ছবির প্রদর্শনীও আলাদা মাত্রা যোগ করেছে। এই মডেল প্রদর্শনী ছাত্রীদের বিকাশে সহায়তা করবে বলেই আশাবাদী স্কুল।

School Exhibition স্কুলের প্রধান শিক্ষিকা জানান-

স্কুলের প্রধান শিক্ষিকা শিল্পী সেন বলেন, ‘ মডেল প্রদর্শনীর অভিনবত্ব হল বিজ্ঞান, ভূগোলের সাথেই পরিবেশ এবং সাহিত্যের মডেল প্রদর্শন করে ছাত্রীরা। সমস্ত মডেল ছাত্রীরা নিজে হাতে তৈরি করেছে। ছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশের ক্ষেত্রে সাহায্য করবে এই আয়োজন।’