এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Save Dogs পথ কুকুর বাঁচাতে মিছিল বহরমপুরে, কী দাবী উঠে এল ?

Published on: November 16, 2025
Save Dogs

Save Dogs কুকুর বাঁচাতে মিছিল বহরমপুরে । স্লোগান উঠল, “কুকুর বাঁচাও, কুকুরের উপর নির্যাতন বন্ধ করো”। প্ল্যাকার্ড পোস্টার হাতে মিছিলে হাঁটলেন বহরমপুরের পশুপ্রেমীরা। মিছিলে পা মিলিয়েছিল পোষ্যরাও।

আরও পড়ুনঃ Dewali 2025 বাজি বাজে। কষ্ট দেয় কুকুরদের। আনন্দ হোক সহজ

Save Dogs কী বলছেন পশুপ্রেমীরা ?

পশ্চিমবঙ্গ পশুপ্রেমী নাগরিকবৃন্দ মঞ্চের সদস্য দেবাশীষ দে বলেছেন, কুকুরদের প্রতি এই রায় অনায্য। চোর, ডাকতদের দেখুক। তাঁদের দিকে না দেখে কুকুরের টার্গেট করা হচ্ছে। রায় করে গিয়ে তুলে নিয়ে গিলে হবে না। কোন বন্দোবস্ত ছাড়াই রায় দেওয়া হয়েছে।

Save Dogs

এই বছর ৭ নভেম্বর  সুপ্রিম কোর্টের  তরফে পথকুকুর মামলার শুনানিতে বলা হয়, সমস্ত গুরুত্বপূর্ণ স্থান থেকে পথকুকুরদের সরিয়ে ফেলতে হবে। হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেলস্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা থেকেআগামী ৮ সপ্তাহের মধ্যেই পথ কুকুরদের সরিয়ে ফেলতে হবে। কিন্তু কুকুরদের রাখা হবে কোথায় ? প্রশ্ন তুলেছেন পশুপ্রেমীরা।

Save Dogs কী বলেছে আদালত ?

সুপ্রিম কোর্টে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং  বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে শুনানি চলছিল। বিষয় ছিল   পথকুকুরদের কামড় নিয়ে একটি  স্বতঃপ্রণোদিত মামলা । সেই মামলাতেই নির্দেশ দেওয়া হয়,  গুরুত্বপূর্ণ জায়গা থেকে পথকুকুরদের সরিয়ে দিতে হবে। তবে তাদের ডগ শেল্টারে রাখার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই ডগ শেল্টারের কোনো ব্যবস্থাই সরকার করে উঠতে পারে নি। এদিন সন্ধ্যায় বহরমপুরের চৌতারা থেকে শুরু হয় মিছিল। বহরমপুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই মিছিল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now