এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Saraswati Puja  গার্লস কলেজে সরস্বতী পুজোয় উদ্ভাবনী মেলা

Published on: February 2, 2025
Saraswati Puja

Saraswati Puja  শুধু পাঠ্যপুস্তকের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, সৃজনশীলতার প্রসার ঘটাতে বহরমপুর গার্লস কলেজে শুরু হল চতুর্থ বর্ষের উদ্ভাবনী মেলা। সরস্বতী পুজোর আবহে তিনদিনব্যাপী এই মেলায় পড়ুয়াদের তৈরি বিভিন্ন স্টল যেমন নজর কাড়ছে, তেমনই অংশ নিয়েছে বিভিন্ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি ন্যাক (NAAC) এক গ্রেড পাওয়ার পর কলেজ চত্বরে এই মেলা নিয়ে উন্মাদনা তুঙ্গে।

“এই মেলার মাধ্যমে ছাত্রীরা তাদের সুপ্ত প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছে। শুধুমাত্র পড়াশোনা নয়, বাস্তব অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে,” বললেন কলেজের অধ্যক্ষা ডঃ হেনা সিনহা।

Saraswati Puja  পড়ুয়ারা নিজেদের হাতে তৈরি হস্তশিল্প, খাবারের স্টল-এ অংশ নিয়েছে। রয়েছে পেরি পেরি পটেটো সুইস্টার, মালপোয়া, -সহ নানা বাহারি খাবারের আয়োজন। পড়াশোনার পাশাপাশি নিজের তৈরি সামগ্রী বিক্রি করতে পেরে উচ্ছ্বসিত ছাত্রীরাও। Saraswati Puja   “আমরা নিজেরাই রান্না করেছি, খাবার পরিবেশন করছি, বিক্রি করছি—এ এক অন্যরকম অভিজ্ঞতা,” জানালেন ছাত্রী সানিয়া খাতুন।

রবিবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বহরমপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা। তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ ছাত্র-ছাত্রীদের স্বনির্ভর করে তুলতে সাহায্য করবে। মেলাটির আয়োজনে কলেজ কর্তৃপক্ষের প্রচেষ্টা প্রশংসনীয়।” আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এই উদ্ভাবনী মেলা। পড়ুয়াদের সৃজনশীলতা ও আত্মনির্ভরতার এক নতুন মঞ্চ হয়ে উঠেছে এই আয়োজন।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now