এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Saraswati Puja 2026 অভিনব ভাবনায় বাগদেবীর আরাধনা Berhampore এ

Published on: January 23, 2026
Saraswati Puja 2026

Saraswati Puja 2026   আজ ২৩ জানুয়ারি। একদিকে যেমন নেতাজি জন্মজয়ন্তী উদযাপন, অন্যদিকে আজ বসন্ত পঞ্চমীতে উৎসবের মেজাজও তুঙ্গে।  হালকা শীতে, উজ্জ্বল রোদের ঝলকে  বাগদেবীর আরাধনায় মেতে উঠল আট থেকে আশি।  বিশেষ দিনে বিশেষ উৎসাহে ভরা স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলি। সাবেকি পুজোর সাথেই সরস্বতী পুজোতেও থিমের বাহার নজর কাড়ল দর্শনার্থীদের। বহরমপুর শহর জুড়ে স্কুল, কলেজে অভিনব ভাবনায় বাগদেবীর আরাধনা হল এবছর।

“তাসের দেশ” বহরমপুর জেএন একাডেমিতে

 

Saraswati Puja 2026  সরস্বতী পুজোয় ‘তাসের দেশ’

Saraswati Puja 2026 ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাঙালির পরাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষাকে রূপক অর্থে তুলে ধরা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ নাটকে। তাসের দেশের বাসিন্দাদের যান্ত্রিক ও শৃঙ্খলিত জীবনকে ভারতীয়দের পরাধীন জীবনের প্রতিচ্ছবি হিসেবে দেখানো হয়েছে, যেখানে এক রাজপুত্র ও তার সঙ্গী এসে সেই বন্ধনকে ভাঙার প্রেরণা জোগায়। নাটকটি বিশ্বকবি উৎস্বর্গ করেছিলেন নেতাজী সুভাষ চন্দ্র বসুকে। নেতাজীর জন্মদিবসে এই তাসের দেশকেই এবারের সরস্বতী পুজোর থিম করে চমক দিয়েছে বহরমপুরের জেএন একাডেমি।

Saraswati Puja 2026 পুজোর থিম “আবোল তাবোল”

কৃষ্ণনাথ কলেজ স্কুলে এবারের থিম ” আবোল তাবোল”

 

Saraswati Puja আলপনা হোক বা প্রতিমা সবই যেন আবোল তাবোল। শিশু সাহিত্যিক সুকুমার রায়ের স্মরণে কৃষ্ণনাথ কলেজ স্কুলের এবছরের বাণী বন্দনা আবোল তাবোলকে ঘিরে। সরস্বতী পুজোর থিম ‘ আবোল তাবোল”। স্কুল প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে তারই নানান মডেল। শহরের বুকে হারিয়ে যাওয়া পাখিদের কোলাহল ফিরেছে শিক্ষাঙ্গনে। পড়ুয়া, দর্শনার্থীদের সাথে ১১৫ রকমের পাখির আলাপ করাতে বিবরণ সহ প্রদর্শনী আলাদামাত্রা যোগ করেছে এবছরের সরস্বতী পুজোয়। থিমের বাহারের সাথেই পরিবেশ সচেতনতার পাঠও দেওয়া হয়েছে প্রদর্শনীর মাধ্যমে। আরাবল্লি পর্বতমালা সংরক্ষণের জন্য দেওয়া হয়েছে সচেতনতার বার্তা। পুজোর দিনেই হয়েছে স্কুলের দেওয়াল পত্রিকা প্রকাশ।

Saraswati Puja টেক্সটাইল কলেজে এবার ” বাংলার সুরধারা”

টেক্সটাইল কলেজের থিম বাংলার সুরধারা

 

Saraswati Puja  শুক্রবার সকাল থেকেই স্কুল-কলেজগুলোতে বাগদেবীর আরাধনায় ব্যস্ত পড়ুয়ারা। প্রতি বছরের মতো এবারেও থিমের চমক গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেক্সটাইল টেকে। বাংলা মিউজিক কালচারকে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। লোক সঙ্গীত থেকে ফোক, সঙ্গীতের নানান ঘরানায় ” বাংলার সুরধারা”- এই থিমেই সাজানো হয়েছে মণ্ডপ। পড়ুয়াদের হাতের কাজে মণ্ডপ জুড়ে নানান বাদ্যযন্ত্রের কোলাজ। এই থিমের মাধ্যমে বাংলা সঙ্গীত জগতের সংস্কৃতি, ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়াস। 

Saraswati Puja  থিমের সাথেই প্রতিমাতেও বৈচিত্র

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now