এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Saraswati Puja 2025 সরস্বতী পুজোয় ‘নারীর উন্নয়ন’, সবুজায়নের ভাবনা। শেষ মুহূর্তের ব্যস্ততা স্কুল জুড়ে

Published on: February 1, 2025
Saraswati Puja 2025

Saraswati Puja 2025 বিদ্যার দেবী সরস্বতী শুভ্রবর্ণা, তাঁর এক হাতে বাদ্যযন্ত্র বীণা ও অন্য হাতে ‘বিজ্ঞান বিশ্বে এদেশের মেয়েরা’। শাড়ির আঁচল জুড়ে আদর্শলিপি। জ্ঞান, বিদ্যা, শিল্পকলা ও সঙ্গীতের আরাধ্যা দেবী সরস্বতী বন্দনায় একদিকে প্রতিমায় চমক অন্যদিকে থিমের বাহার। তুলে ধরা হল সমাজ রক্ষায় নারীর উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় সবুজায়নের গুরুত্ব। এই ভাবনা বহরমপুরেসৈদাবাদ মহারাজা শ্রীশচন্দ্র বালিকা বিদ্যালয়ের এবারের সরস্বতী পুজোর।

Saraswati Puja 2025 উন্মাদনা ছাত্রীদের-

Saraswati Puja 2025 রাত পোহালেই বানী বন্দনা। শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ততা তুঙ্গে। থিমের ভাবনায় ফুটিয়ে তোলা হচ্ছে পুজো প্রাঙ্গণ। আলপনা থেকে মাদুরের উপর সাজানো ছাত্রীদের আঁকা ছবিতেও নারী শিক্ষা ও ক্ষমতায়নের ছাপ। বিশেষ ভাবে জোর নারীশক্তি, নারী শিক্ষা। বানী বন্দনার সাথেই হবে চিত্র প্রদর্শনী। স্কুলের ছাত্রীদের আঁকা ছবি দিয়েই সেজে ওঠে প্রদর্শনী। শিক্ষিকাদের উপস্থিতিতে একেবারে শেষ মুহূর্তে সাজসোজ্জায় ব্যস্ত পড়ুয়ারা। দু মাস ধরে চলে প্রস্তুতি। রবিবার হবে পুজো।

Saraswati Puja 2025 প্রধান শিক্ষিকা বলেন-

Saraswati Puja 2025 থিমের পুজো নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা ডঃ স্মিতা চৌধুরী বলেন, ” রবিবার পুজো হবে স্কুলে। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। সরস্বতী পুজো নিয়ে মেয়েদের মধ্যে একটা উন্মাদনা থাকে। সেটা দু মাস ধরে কাজকর্ম শুরু হয়েছে। আমরা ছাত্রীদের পাশে আছি, উৎসাহ দিচ্ছি।” থিম ভাবনা নিয়ে বলেন, ” মেয়েদের কীভাবে উন্নত করব, সবুজায়ন করব, আমরা জোর দিই। বিভিন্ন আঁকা এবং লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে মেয়েরাই। এর মাধ্যমে ওঁদের প্রতিভাব প্রস্ফুটিত হোক সেটাই চাই। বিজ্ঞান প্রদর্শনীও করছে। ওঁরা ছোট বাচ্চা, এই সময়ে যদি বিশেষ কাজ করত পারে, তাহলে ওঁদের মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি হয় সেই আত্মবিশ্বাস মেয়েদের অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সব মেয়েরা পড়াশোনায় ভালো নয়। কিছু মেয়েরা আঁকা, লেখায় পারদর্শী। তাদের গুনটাকে এইভাবে প্রকাশ করতে চাই। চাই ওঁরা এইভাবে এগিয়ে যাক।”

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now