Sandip Ghosh RG Kar : চেহারার মিল সন্দীপ ঘোষের সঙ্গে। বহরমপুরে ভাইরাল হল অসুরের মুখ। অসুরের মুখে নাকি সন্দীপ ঘোষের আদল। তাই দেখতেই ষষ্ঠীর সকাল থেকে ভিড় বহরমপুরে Berhampore স্বর্গধামের পুজো মণ্ডপে। যদিও মিল থাকলে তা কাকতালীয়, অনিচ্ছাকৃত- দাবি উদ্যোক্তা থেকে প্রতিমা শিল্পীর । অসুর বিতর্ক এবার বহরমপুরে স্বর্গধাম সেবক সঙ্ঘ পুজো কমিটির প্রতিমা নিয়ে। এই পুজোর প্রতিমা প্রতি বছরই বহরমপুরের পুজর অন্যতম আকর্ষণ।
Sandip Ghosh RG Kar পুজো দেখতে আসা দর্শনার্থীদের একাংশের দাবি, অসুরের মুখের নাকি মিল রয়েছে আরজি করে R G Kar Medical College and Hospital দুর্নীতির অভিযোগে সিবিআই’এর হাতে ধৃত সন্দীপ ঘোষের সঙ্গে। দেবী দর্শনে এসে তুলছেন জাস্টিসের দাবিও। একুশ বছর ধরে এই পুজো কমিটির প্রতিমা গড়েছেন শিল্পী অসীম পাল। এই বছরও মূর্তি গড়েছেন তিনি। শিল্পী অসীম পালের দাবি, সন্দীপ ঘোষের সঙ্গে অসুরের মুখের মিল কাকতালীয় ব্যাপার। সন্দীপ ঘোষের মুখের আদলে অসুরের মুখ তৈরির কোন পরিকল্পনা ছিল না। পোর্ট্রেটে নেই মিলও । বিতর্কের মাঝেই মন্ডপে ভিড় বাড়ছে দর্শনার্থীদেরও।