Samsherganj Police চুরি, ছিনতাই, ইভটিজিং রুখতে এবার সামশেরগঞ্জে তৈরি হল মহিলা পুলিশের উইনার্স টিম। জঙ্গিপুর পুলিশ জেলার অন্তগত সামশেরগঞ্জ থানায় ১০ জনের মহিলা পুলিশের উইনার্স টিম তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে উইনার্স টিমের টহলদারি। এদিন স্কুটিতে কাঞ্চনতলা স্কুল, একে ধুলিয়ান বালিকা বিদ্যালয়, বাণীচাদ আগরওয়াল হাইস্কুল, সংহতি পার্ক সহ বিভিন্ন যায়গায় টহলদারি চালান পুলিশের উইনার্স টিমের সদস্যরা। ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা জোরদার করতেই এই বাহিনী মোতায়েন বলে পুলিশ সূত্রে খবর।
---Advertisement---
আরও খবর
Murshidabad Fishermen: অধিকার আদায়ে ঘরে ঘরে পৌঁছলেন মৎস্যজীবীরা
November 9, 2025
Sonarundi Fish: মোন্থার বৃষ্টিতে দূষণই দায়ী সোনারুন্দির ঘটনায়?
November 9, 2025
Murshidabad News ডোমকল থেকে বেলডাঙা, বাড়িতেই মজুত এইসব !
November 9, 2025












