Samsherganj Ganga Erosion ভাঙ্গন আতঙ্কে ঘুম উড়ছে লোহরপুরের

Published By: Imagine Desk | Published On:

Samsherganj Ganga Erosion ফের গঙ্গা ভাঙ্গনের আতঙ্কে সামশেরগঞ্জের লোহরপুরের বাসিন্দারা। সোমবার সন্ধ্যায় গঙ্গার ভাঙন শুরু হয় প্রতাপগঞ্জের লোহরপুরে। প্রায় ৫০ মিটার জমি তলিয়ে গিয়েছে নতুন করে। ভাঙ্গন আতঙ্কে বাড়ি ঘর ভেঙে সরিয়ে নিচ্ছেন নদী পারের বাসিন্দারা। কিছুদিন আগেও একই ছবি ধরা পরেছিল সামশেরগঞ্জে। ঠিক সেই ঘটনার এক মাস হতে না হতেই আবারও গঙ্গা ভাঙনের কবলে এই মানুষগুলি। নিজের হাতে ভাঙছেন স্বপ্নের বাড়িগুলি। কষ্ট অনেক কিন্তু কিছু করার নাই কারণ আজ না হোক কাল ঠিক তলিয়ে যাবে এই সমস্ত বাড়িগুলি।

এদিন রাত থেকেই নদী পারের বাসিন্দারা নিজেরাই সরিয়ে নিচ্ছেন ঘরের আসবাব থেকে ঘরের দরজা জানালা। ভাঙ্গন থেকে যেটুকু বাচানো যায় সেই টুকু বাঁচাতে ব্যস্ত নদী পারের বাসিন্দারা। ইতিমধ্যেই প্রায় ১০টি পরিবার ঘর বাড়ি ভেঙে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
প্রতি বছরই ভয়াবহ গঙ্গা ভাঙ্গনে ভিটে মাটি ছাড়তে হচ্ছে অনেক পরিবারকে। সর্বনাসা ভাঙ্গন থেকে কবে মুক্তি মিলবে তা নিয়ে প্রশ্ন তুলছেন ভাঙন দুর্গতরা।