সামসেরগঞ্জে তৃণমূলের অফিসে কংগ্রেসের ঝান্ডা ! সরানো হল অভিষের ছবি

Published By: Madhyabanga News | Published On:

মাসুদ আলি, সামসেরগঞ্জঃ  সাত সকালেই  ভোল বদল। মানুষের না। অফিসের।  রাতে ছিল তৃণমূলের অফিস, সকালে হয়ে গেল কংগ্রেসের। সরানো হল অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি, মোছা হল ঘাসফুল। পঞ্চায়েতের টিকিট ক্ষোভে এমনই কান্ড মুর্শিদাবাদের সামসেরগঞ্জে । তৃণমূলে টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়েই বদলে দেওয়া হলো পার্টি অফিস। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কোহেতপুর গ্রামের তৃণমূলের পার্টি অফিস বদলে হয়ে গেলো কংগ্রেসের পার্টি অফিস । তৃণমূল কংগ্রেসের প্রতাপগঞ্জ অঞ্চলের যুব সভাপতির মোহাম্মদ জাহাঙ্গীর শেখের দাবি, প্রতিশ্রুতির পরেও দেওয়া হয় নি পঞ্চায়েতে তৃণমূলের টিকিট , তাই এবার কংগ্রেসে । কংগ্রেসের হয়ে মনোনয়ন দেবেন বলেও জানান তিনি।

এদিন অফিস থেকে খুলে ফেলা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স। মুছে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন। বুধবার সকাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতাপগঞ্জ অঞ্চলের যুব সভাপতির দায়িত্বে ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর শেখ। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই দেখা যায়  তালিকায় জাহাঙ্গীরের বদলে অন্য একজনকে টিকিট দেওয়া হয়েছে। আর যা নিয়েই প্রতাপগঞ্জ অঞ্চলের যুব সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর শেখ। বৃহস্পতিবার সকালেই কার্যত কোহেতপুর গ্রামে থাকা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে পতাকা সহ যাবতীয় ফ্লেক্স বের করে দেওয়া হয়। ছিঁড়ে  ফেলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুনও। মুছে দেওয়া হয় দেওয়াল লিখন। তৃণমূলের যাবতীয় পতাকা সরিয়ে কংগ্রেসের পতাকা টাঙিয়ে দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে দফায় দফায় স্লোগান তোলেন তৃণমূলের কর্মীরাই । এদিকে তৃণমূল কংগ্রেসে টিকিট না পাওয়ায় বৃহস্পতিবার কংগ্রেসের হয়ে বিডিও অফিসে মনোনয়ন জমা করার কথা ঘোষণা করেছেন প্রতাপগঞ্জ অঞ্চলের তৃণমূলের  যুব সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর শেখ।