Samserganj মুর্শিদাবাদের সামসেরগঞ্জে আবারও উদ্ধার আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে সামসেরগঞ্জের নতুন জালাদিপুরে ১২ নম্বর জাতীয় সড়কে পুলিশি অভিযান চালায়। রাতের অন্ধকারে বেশ কয়েকজনকে সন্দেহজনক ভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতেই কথাবার্তায় অসঙ্গতি পায় পুলিশ। তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় তিনজনকে। তিনজনের মধ্যে দুজন চেন্নাইয়ের বাসিন্দা এবং অপরজন মুর্শিদাবাদেরই সুতির বাসিন্দা বলে পুলিশ সূত্রে জনা যায়।
Samserganj তল্লাশি অভিযানে কী কী উদ্ধার হয়েছে?
Samserganj ধৃতদের তল্লাশি করে পুলিশ উদ্ধার করেছে দুটি ৭.৬ এম এম পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড কার্তুজ। সোমবার রাতেই এই ঘটনায় মঙ্গলবার সকালে ধৃত তিনজনকে জঙ্গীপুর মকুমা আদালতে পাঠায় সামসেরগঞ্জ থানা। সুতির, চেন্নাইয়ের সাথে সামসেরগঞ্জের যোগ! এই জাল আর কতদূর বিস্তৃত? তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। চেন্নাই থেকে আগ্নেয়াস্ত্র হাত বদলের উদ্দেশ্যেই সামসেরগঞ্জে এসেছিল ধৃতরা, এমনটাই প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিশ। আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে? কতদূর ছড়িয়ে র্যাকেট? আর কী মতলব ছিল? ধৃতদের হেফাজতে নিয়ে খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানা।