এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Samserganj SIR কী অভিযোগে মিটিং বয়কট করে একজোট BLO রা ?

Published on: November 14, 2025
Samserganj SIR

Samserganj SIR  এর আগে অভিযোগ ছিল স্কুল সামলে কীভাবে এসআইআর এর ফর্ম বিলি হবে? আর এবার ফর্ম বিলি, জমা নেওয়ার পর ডেটা এন্ট্রির কাজ নিয়ে প্রশ্ন? অনৈতিক ভাবে নানান কাজের চাপ দেওয়ার অভিযোগ! এই অভিযোগ মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। SIR আবহে  অনিয়মের অভিযোগ করলেন বুথ লেভেল অফিসাররা। সামেরগঞ্জের নিমতিতা পঞ্চায়েত অফিস চত্বরে শুক্রবার বিক্ষোভ দেখান ৩১ জন বিএলও। বয়কট করা হয় অনলাইন ডেটা এন্ট্রি সঙ্ক্রান্ত মিটিং।  বিএলও- রা জানিয়েছেন, বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি, জমা নেওয়ার পর ডেটা এন্ট্রিও করতে হবে! অনেকেই যে কাজে সড়গড় নন, ফলে ডেটা এন্ট্রির কাজ করবেন না তারা।

আরও পড়ুন-Murshidabad SIR 2025 স্কুল সামলে SIR এর কাজ কী ভাবে ! BLO- দের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য সালারে

 

Samserganj SIR বিএলও-দের কী অভিযোগ?

Samserganj SIR  এদিন বিস্ফোরক দাবিও করেছেন বিএলওরা। অভিযোগ এসএমএস এর মাধ্যমে অনৈতিকভাবে বিভিন্ন দাবি চাপিয়ে দিচ্ছেন সুপারভাইসার, ইআরও – রা। অভিযোগ, সামসেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকায় এমনিতেই স্থান পরিবর্তন করেছেন বহু বাসিন্দা। খুঁজে বের করতে হচ্ছে। তড়িঘড়ি কাজ শেষের নির্দেশ আসছে যা সম্ভব হচ্ছে না।

Samserganj SIR   নিমতিতা অঞ্চলের বিএলও শাহনাবাজ খান চৌধুরী বলেন, ” আমরা চাই এসআইআর SIR -এর কাজ একশো শতাংশ সফলভাবে হোক। সেক্ষেত্রে সুপারভাইজাররা অনইতিকভাবে বিভিন্ন দাবি দাওয়া শুধুমাত্র এসএমএস-এর মাধ্যমে মৌখিক আকার দিচ্ছেন। আমরা চাই প্রতিটি অর্ডার লিখিত আকারে আসুক। ভিডিও বার্তার মাধ্যমে বলুক যে আমাদের কী করতে হবে! ফর্ম ডিজিটালাইজেশনের ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে যেহেতু অনেকেই কম্পিউটারে দক্ষ নই-  তাদের জন্য অ্যাডিশানাল লোক নিয়োগ করা হোক। কিংবা সুপারভাইজার যারা আছেন তারা আপডেট করুক ফর্মগুলো।

আরও পড়ুন- Bihar Vote 2025 বিহারের ফলে SIR কেই দুষছে তৃণমূল ? 

Samserganj SIR ব্লক প্রশাসন কী বলছে?

Samserganj SIR বিএলওদের অভিযোগ মানতে নারাজ বিডিও সুজিত চন্দ্র লোধ। ফোন মারফৎ তিনি মধ্যবঙ্গ নিউজকে জানিয়েছেন, অনৈতিকভাবে কেউ চাপ দেবে কেন? নিয়ম, নীতি মেনেই কাজ হয়েছে। ওখানে ভুল বোঝাবুঝি হয়েছে। কাজ করতে গেলে এসএমএস না করলে কীভাবে কাজ হবে! বিএলওরাও প্রয়োজনে এসএমএস-করে জানতে চাইছেন। কিছু প্রশ্ন ছিল ওনারা করেছেন। কোন সমস্যা নেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now