নিজস্ব সংবাদদাতা, সামসেরগঞ্জঃ পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। এবার চলল গুলি সামসেরগঞ্জে। গুলিবিদ্ধ হয়েছেন আরিফ নামের কংগ্রেস কর্মী । সামসেরগঞ্জীর তিনপাকুরিয়া অঞ্চলের বাবুপুরে গুলিবিদ্ধ হন কংগ্রেস কর্মী আরিফ শেখ। গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীকে আনা হল সামশেরগঞ্জ ব্লক হাসপাতালে। ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস। কর্মীদের নিয়ে রাস্তা অবরোধ করেন কংগ্রেস নেতা আনারুল হক বিপ্লব। আনারুল হকের দাবি, বিধায়কের গাড়ি থামিয়ে গুলি চালানো হয়েছে কংগ্রেস কর্মীদের উপর। যদিও সামসেরগঞ্জে তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের দাবি, বাবুপুরে নির্বাচনী কার্যালয় থেকে ফিরছিলেন তিনি। সেই সময় রাস্তায় কংগ্রেস কর্মীরা হামলা করে গাড়িতে। কংগ্রেসই গুলি চালায় বলে অভিযোগ বিধায়কের। বিধায়কদের দাবি, তাকে উদ্ধার করে নিয়ে আসেন নিরাপত্তারক্ষী, দলের কর্মীরা।
সামশেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী । ভোটের আগে উত্তপ্ত সামসেরগঞ্জ
Published By: Madhyabanga News |
Published On:
