Samserganj উৎসব হয়ে গেল ফিকে। বিশেষ চাহিদা সম্পন্ন হওয়া সত্ত্বেও সংসার চালাতে পারি দিয়েছিলেন ভিন রাজ্যে। তবে মুম্বাইয়ে Mumbai কাজে গিয়ে আর বাড়ি ফেরা হল না সামসেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামের বাসিন্দা, পরিযায়ী শ্রমিক আক্তারুল হকের। মাত্র দুদিনের জ্বরে সব শেষ। সোমবার রাতে স্থানীয় এক হাসপাতালে মৃত্যু হয় ঐ যুবকের। জানা গিয়েছে মধ্য চাচন্ড Chachanda গ্রামের বাসিন্দা আক্তারুল হক মাস খানেক আগে মুম্বাইয়ে কাজে গিয়েছিলেন। সেখানে শ্রমিকের কাজ করতেন তিনি। বাড়িতে রয়েছে স্ত্রী, ৫ সন্তান ও বৃদ্ধা মা। এতজনের সংসার চালাতে এক মাত্র রোজগেরে ছিলেন ঐ যুবক।

Samserganj পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার ফোন করে আক্তারুল জানান তাঁর জ্বর হয়েছে। শরীর খারাপ নিয়ে বাড়ি ফিরতে চাই বলে জানিয়েছিল পরিবারকে। সোমবার সন্ধ্যায় সেখানেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। যদিও শেষরক্ষা হয়নি। কিছুক্ষণ পর সেখানেই মৃত্যু হয় আক্তারুল হকের। মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
Samserganj মৃতের মা জেনমান বিবি বলেন, ছেলে তাঁকে ফোনে জানিয়েছিল জ্বর হয়েছে। বাড়ি আসতে চাই। তবে এরপরই অসুস্থ হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ছেলের মৃত্যু হয়েছে। মৃতের প্রতিবেশী রাকিবুল ইসলাম জানান, প্রশাসনিক ভাবে দেহ ফেরাতে তৎপরতা শুরু হয়েছে। স্থানীয়রাও পরিবারের পাশে রয়েছে। দেহ গ্রামে ফেরাতে তারা ঐ পরিবারের পাশে রয়েছে।