সামসেরগঞ্জে শ্যুট আউটে গ্রেফতার ২ তৃণমূল কর্মী

Published By: Madhyabanga News | Published On:

মাসুদ আলি, সামসেরগঞ্জঃ  মুর্শিদাবাদের সামশেরগঞ্জের তিনপাকুরিয়ার বাবুপুরে শ্যুট আউটের ঘটনায় ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল সামসেরগঞ্জ থানার পুলিশ। রবিবার রাতে গুলি চলে সামসেরগঞ্জের বাবুপুরে। আহত হন কংগ্রেস কর্মী আরিফ সেখ। ঘটনায় বিধায়ক আমিরুল ইসলামের দিকে অভিযোগের আঙুল তোলে কংগ্রেস। চক্রান্তের অভিযোগ করেন তৃনমূল বিধায়ক। সেই ঘটনায় এবার দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ এই ঘটনায় মঙ্গলবার রাতে একবর আলি ও হাসিবুল সেখ নামে দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে । দুজনকে আজই পেশ করা হবে জঙ্গিপুর আদালতে।

ধৃতদের নাম হাসিবুল শেখ(২৫) এবং একবর আলি(৩৩)। উভয়েরই বাড়ি সামশেরগঞ্জের তিনপাকুরিয়া অঞ্চলে। বুধবারই ধৃতদের আদালতে পাঠায় পুলিশ।   আরিফ শেখ নামে আক্রান্ত ওই কংগ্রেস কর্মী মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । এদিকে গুলি চালানো কাণ্ডে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে  কংগ্রেস এবং তৃণমূল ।  বিধায়ক সহ আরো চারজনের নামে সামশেরগঞ্জ থানায় অভিযোগ  দায়ের করেছে  কংগ্রেস । অন্যদিকে তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম ও জেলা সভাপতি খলিলুর রহমান  মিছিল করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। চক্রান্তের অভিযোগ তুলেছেন বিধায়ক। পুলিশ সুত্রে খবর,    বাবুপুরে গুলি চালানো কাণ্ডে প্রথমে আটক করা হয় সামশেরগঞ্জের তিনপাকুরিয়া এলাকার বেশ কয়েকজনকে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয় দুই যুবককে। বুধবারই উভয়কেই আদালতে পাঠানো হয়।